পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Baduria Fraud Case : সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা, বাদুড়িয়ায় ধৃত যুবক - বাদুড়িয়া জালিয়াতি মামলা

বাদুড়িয়ায় প্রতারণা অভিযোগে গ্রেফতার যুবক (Baduria Fraud Case) ৷ ধৃতের নাম আরিজুল শেখ ৷ পুলিশের দাবি, সরকারি আধিকারিকের সই জাল করে এবং তাঁর নামে ভুয়ো মেইল আইডি খুলে সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা করেছিল আরিজুল ৷

police arrest one man in baduria for fraud
Baduria Fraud Case : সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা, বাদুড়িয়ায় ধৃত যুবক

By

Published : Dec 15, 2021, 10:01 PM IST

বসিরহাট, 15 ডিসেম্বর : যাঁর, তাঁর নয়, খোদ সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা ! আর সেই অভিযোগেই এক যুবককে গ্রেফতার করল উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার পুলিশ (Baduria Fraud Case) ৷ ধৃতের নাম আরিজুল শেখ ৷ সে বাদুড়িয়া এলাকারই বাসিন্দা ৷

আরও পড়ুন :Fraud With TMC Leader : জয়েন্ট বিডিও’র নাম করে পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে প্রতারণা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাৎ করার জন্য জাল সই থেকে ভুয়ো মেইল আইডি তৈরি, অনেক কিছুই করেছিল আরিজুল ৷ পুরোটাই করেছিল নির্দিষ্ট পরিকল্পনা মাফিক ৷ প্রথমে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের পরিকল্পনা আধিকারিকের সই জাল করে কিছু নথিপত্র তৈরি করে আরিজুল ৷ তারপর ওই আধিকারিকের নামেই তৈরি করে ভুয়ো মেইল আইডি ৷ তারপর সেই মেইল আইডি থেকে বসিরহাট লোকসভার অন্তর্গত বসিরহাট উত্তর বিধানসভার চৈতা ও বাদুড়িয়া বিধানসভার চাতরা গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল মেল আইডি-তে একটি করে মেইল পাঠায় সে ৷

ওই মেইলে দাবি করা হয়, বসিরহাটের সাংসদ এবং বসিরহাট উত্তর ও বাদুড়িয়ার বিধায়কের তহবিল থেকে ওই পঞ্চায়েতগুলির জন্য কয়েক লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে ৷ এই টাকা এলাকার উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে ৷ এই মেইল পেয়েই সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলির জনপ্রতিনিধি ও আধিকারিকরা সাংসদ ও বিধায়কদের তহবিলের টাকা পেতে তৎপর হয়ে ওঠেন ৷

আরও পড়ুন :Kolkata Doctor Arrested: 12 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার চিকিৎসক

কিন্তু পরবর্তীকালে জানা যায়, জেলা পরিকল্পনা আধিকারিকের ওই মেইলটি ভুয়ো ! পাশাপাশি, এই একই কারণে সংশ্লিষ্ট পঞ্চায়েত কার্যালয়গুলিতে মেইল মারফত যে চিঠিগুলি পাঠানো হয়েছিল, সেগুলিতে করা স্বাক্ষরও আসল নয় ! বিষয়টি বুঝতে পেরেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় ৷ এরপর প্রশাসনের নির্দেশ মতো থানায় অভিযোগ দায়ের করে পঞ্চায়েত কর্তৃপক্ষ ৷ তদন্তে নেমে প্রথমে আরিজুল শেখকে আটক করে বাদুড়িয়া থানার পুলিশ ৷ এরপর আরিজুলের মোবাইল ঘাঁটতেই প্রকাশ্যে চলে আসে জালিয়াতির চেষ্টা ৷ এর জেরে পরে গ্রেফতার করা হয় তাকে ৷ আরিজুলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এই ঘটনার পিছনে কোনও চক্র রয়েছে কি না, তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details