গাইঘাটা, 7 সেপ্টেম্বর : বিজেপির মণ্ডল সভাপতির ভাড়াবাড়িতে মধুচক্রের আসর থেকে এক যুবতী এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা উত্তর 24 পরগনার চাঁদপাড়া, ঠাকুরনগর ও হালিশহরের বাসিন্দা । অভিযুক্ত বিজেপি নেতার নাম বিশ্বজিৎ ঘোষ । তিনি বনগাঁ সাংগঠনিক জেলার চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সভাপতি । তাঁদের বিরুদ্ধে গাইঘাটা থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । পুলিশের একটি দল ওই ভাড়াবাড়িতে হানা দিয়ে ধৃতদের আপত্তিকর অবস্থায় গ্রেফতার করে । তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । তবে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি বিশ্বজিতের ।
পুলিশের বক্তব্য, গাইঘাটার রামপুরে ওই বাড়ি বিশ্বজিতের । বেশ কিছুদিন আগে তিনি সেই বাড়ি ভাড়া দিয়েছেন ৷ স্থানীয়দের দাবি, ওই বাড়িতে রাত-বিরেতে প্রায়ই বাইরের পুরুষ ও মহিলাদের আনাগোনা ছিল । তাঁদের সন্দেহ, ভাড়াবাড়ির আড়ালে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । এর আগে কখনও এই এলাকায় এমন ঘটনা ঘটেনি ।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে এক যুবতী ও দুই ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটক করে তারা । পুলিশ জানায়, বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষের মদতে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ । অভিযুক্ত বিজেপি নেতার খোঁজ চলছে ৷