পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gaighata Honeytrap : বিজেপি নেতার 'ভাড়াবাড়ি'তে মধুচক্র থেকে ধৃত 3, ফাঁসানোর অভিযোগ - বনগাঁয় বিজেপি নেতার ভাড়া বাড়িতে মধুচক্রের আসর

গাইঘাটায় বিজেপি নেতার ভাড়াবাড়ি থেকে গ্রেফতার করা হয় এক মহিলা-সহ তিনজনকে ৷ অভিযোগ, বিজেপি নেতার ভাড়াবাড়িতে মধুচক্রের আসর বসে ৷ তবে অভিযোগ অস্বীকার করে ওই বিজেপি নেতা জানান, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে ৷

বনগাঁয় বিজেপি নেতার ভাড়া বাড়িতে মধুচক্রের আসর
বনগাঁয় বিজেপি নেতার ভাড়া বাড়িতে মধুচক্রের আসর

By

Published : Sep 7, 2021, 8:33 AM IST

Updated : Sep 8, 2021, 9:22 AM IST

গাইঘাটা, 7 সেপ্টেম্বর : বিজেপির মণ্ডল সভাপতির ভাড়াবাড়িতে মধুচক্রের আসর থেকে এক যুবতী এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা উত্তর 24 পরগনার চাঁদপাড়া, ঠাকুরনগর ও হালিশহরের বাসিন্দা । অভিযুক্ত বিজেপি নেতার নাম বিশ্বজিৎ ঘোষ । তিনি বনগাঁ সাংগঠনিক জেলার চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সভাপতি । তাঁদের বিরুদ্ধে গাইঘাটা থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । পুলিশের একটি দল ওই ভাড়াবাড়িতে হানা দিয়ে ধৃতদের আপত্তিকর অবস্থায় গ্রেফতার করে । তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । তবে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি বিশ্বজিতের ।

পুলিশের বক্তব্য, গাইঘাটার রামপুরে ওই বাড়ি বিশ্বজিতের । বেশ কিছুদিন আগে তিনি সেই বাড়ি ভাড়া দিয়েছেন ৷ স্থানীয়দের দাবি, ওই বাড়িতে রাত-বিরেতে প্রায়ই বাইরের পুরুষ ও মহিলাদের আনাগোনা ছিল । তাঁদের সন্দেহ, ভাড়াবাড়ির আড়ালে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । এর আগে কখনও এই এলাকায় এমন ঘটনা ঘটেনি ।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকে এক যুবতী ও দুই ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটক করে তারা । পুলিশ জানায়, বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষের মদতে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ । অভিযুক্ত বিজেপি নেতার খোঁজ চলছে ৷

যদিও বিশ্বজিৎ ঘোষের দাবি, "ওই বাড়ির মালিক আমি নই । সেখানে কারা ভাড়া থাকত আমার জানা নেই । বিধানসভা নির্বাচনের হার বরদাস্ত করতে না পেরে আমার উপর প্রতিহিংসা করছে । রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে বাড়ির মালিক বানিয়ে দেওয়া হচ্ছে ।"

অভিযোগ সত্য নয় বলে দাবি করলেন বিজেপি নেতা

তবে এনিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকার বলেন, "বিজেপির এই দুর্নীতি এবং অপকর্মের জন্যই লোক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন । বিজেপির নেতৃত্বের কেউ সোনা বা হিরোইন পাচারের সঙ্গে যুক্ত । পুলিশকে ধন্যবাদ জানাই একে একে এগুলোকে নির্মূল করার জন্য ।"

পাল্টা বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষ বলেন, "তৃণমূল অপপ্রচার চালাচ্ছে । বিজেপি নেতাকে ফাঁসানো হয়েছে । আইন আইনের পথে চলবে । এখনও কেউ দোষী প্রমাণিত হয়নি । দোষী প্রমাণিত হলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন : Behala Murder : বেহালায় মা-ছেলের গলা কাটা দেহ উদ্ধার

Last Updated : Sep 8, 2021, 9:22 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details