পশ্চিমবঙ্গ

west bengal

Titagarh Gang Rape Case: টিটাগড় গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার 4, আইনশৃঙ্খলা অবনতি নিয়ে বিক্ষোভ সিপিআইএমের

By

Published : Sep 11, 2022, 9:53 AM IST

Updated : Sep 11, 2022, 12:55 PM IST

টিটাগড় গণধর্ষণকাণ্ডে গ্রেফতার 4 অভিযুক্ত (Titagarh Gang Rape) ৷ এলাকার আইনশৃঙ্খলা নিয়ে বিক্ষোভ দেখাল সিপিএম ৷

Titagarh Gang Rape
এলাকার আইনশৃঙ্খলা নিয়ে বিক্ষোভ সিপিআইএমের

টিটাগড়, 11 সেপ্টেম্বর:টিটাগড় গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হল 4 অভিযুক্ত (Police Arrested 4 Person in Titagarh Gang Rape Case) ৷ গ্রেফতার হওয়া 4 অভিযুক্তের নাম ছিল এফআইআরে ৷ পুলিশ সূত্রে খবর বিশাল সাউকে এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে । ছোট্ট এবং সনুকে আসানসোল যাওয়ার সময় ট্রেন থেকে গ্রেফতার করা হয়েছে ৷ জুনেদকে গ্রেফতার করা হয়েছে দিল্লির আলিগড় স্টেশন থেকে ৷ তাকে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে আসা হচ্ছে ৷ ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

এই ঘটনার পরেই এলাকার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তোল সিপিএম ৷ শনিবার এক বিক্ষোভ সমাবেশ থেকে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, ‘‘পশ্চিমবঙ্গ ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে ৷ টিটাগড়ে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি ৷ পুলিশ চোরেদের বাঁচানোর জন্য সক্রিয় ৷’’ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসর ভাই আরমান মণ্ডলও জড়িত বলে তিনি অভিযোগ করেন ৷ তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে সমস্ত অনৈতিক ঘটনার সঙ্গেই তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে ৷

আরও পড়ুন: ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ

প্রসঙ্গত, বুধবার টিটাগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অর্ন্তগত কয়ালা ডিপো নিউ লাইন এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ 19 বছরের এক তরুণীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷ ঘটনার পরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্ত শুরু করে পুলিশ ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ কয়েকদিন আগেই অভিযুক্তদের শাস্তির ও ধরার দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি ৷

Last Updated : Sep 11, 2022, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details