পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duttapukur Shootout: দত্তপুকুর গুলিকাণ্ডে পুলিশের জালে 2 - দত্তপুকুর গুলিকাণ্ডে পুলিশি জালে 2

দত্তপুকুরগুলি কাণ্ডে 2 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-সহ 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷ তদন্তের স্বার্থে ঘটনার পুর্ননির্মান হবে (Duttapukur Shootout) ৷

Duttapukur Shootout
দত্তপুকুর গুলিকাণ্ডে পুলিশি জালে 2

By

Published : Jun 29, 2022, 11:01 PM IST

বারাসাত, 29জুন :দত্তপুকুর শুটআউট কাণ্ডে অভিযুক্ত দুই শুটারকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃত আকাশ নায়েক ও চণ্ডী ঘোষ ৷ জমি ব্যবসায়ী মন্মথ মণ্ডল খুনের শুটার আকাশ এবং অপর অভিযুক্ত চণ্ডী ঘোষ খুনের ষড়যন্ত্রকারী (Duttapukur Shoot-out) ৷

পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "ঘটনার সময় চণ্ডী ঘোষ হেঁটে খেজুরতলায় পৌঁছয় । বাইকে চেপে আরও তিনজন আসে সেখানে । এরপরেই কাছ থেকে গুলি করে খুন করা হয় জমি ব‍্যবসায়ীকে । দু’টি ওয়ান শাটার থেকে দুই রাউন্ড গুলি ছোঁড়া হয়েছিল মন্মথ মণ্ডল-কে লক্ষ্য করে । একটি গুলি করে আকাশ । অন‍্যটি আরেক শুটার । পলাতক সেই শুটার-সহ আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে ৷" অপরাধীদের ধরার ক্ষেত্রে প্রযুক্তি সহযোগিতা করেছে বলেও জানিয়েছেন তিনি (police arrested 2 accused on duttapukur shootout case)।

দত্তপুকুর গুলিকাণ্ডে পুলিশি জালে 2

আরও পড়ুন: ভরসন্ধ্যায় বাইকে চেপে এসে শুটআউট, দত্তপুকুরে নিহত বিজেপি কর্মী

জমি ব‍্যবসায়ীর খুনের ঘটনার পরই জমির লেনদেন সংক্রান্ত শত্রুতার কথা উঠে এসেছিল ঘটনার তদন্ত । পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় আরও বলেন,"মন্মথ মণ্ডল-সহ আরও 4-5 জন একসঙ্গে জমি কেনাবেচার ব্যবসা করতেন । সম্প্রতি দত্তপুকুরে 22 বিঘার একটি জমির লেনদেন নিয়ে সমস্যা তৈরি হয় পার্টনারদের মধ্যে । মন্মথের বাকি পার্টনারদের মনে হয়, এতবড় জমির লেনদেনের কাজ সে একাই করে নিচ্ছে তাদেরকে বঞ্চিত করে । এমন ধারণা থেকেই খুনের পরিকল্পনা করা হয় । পরিকল্পনা মাফিক ঘটনার দিন অর্থাৎ 27 জুন শুটআউটের ঘটনা ঘটে দত্তপুকুরের কাশিমপুরের খেজুরতলায় ।’’

আরও পড়ুন:দত্তপুকুরের শুটআউটে মৃতের রাজনৈতিক যোগ নেই, জানাল নিহতের পরিবার

পুলিশ সুপারের কথায়,"নিহত ব্যবসায়ীর পরিবারের তরফে যে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল তাদের ভূমিকাও এক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে । তবে, প্রাথমিকভাবে এফআইআরে নাম থাকা ধৃত মানিক ব‍্যাপারীর ষড়যন্ত্রে যুক্ত থাকার কোনও তথ্য পাওয়া যায়নি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । সুপারি দিয়েও খুনের ঘটনার প্রসঙ্গ উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details