পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বসিরহাটে পুলিশি টহলদারির সময় গ্রেপ্তার 3 দুষ্কৃতী - country lock down

গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে বসিরহাট-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও রাহাজানির বহু অভিযোগ রয়েছে।

বসিরহাটে গ্রেপ্তার 3 দুষ্কৃতী
বসিরহাটে গ্রেপ্তার 3 দুষ্কৃতী

By

Published : Apr 5, 2020, 9:52 AM IST

বসিরহাট, 5 এপ্রিল : বসিরহাটের ভাবলা পলিটেকনিক কলেজের মাঠ থেকে তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে গুলিসহ রিভলভার, তালা কাটার মেশিন, ভোজালিসহ বেশকিছু অস্ত্র উদ্ধার হয়েছে।

শনিবার ভোররাতে রাস্তায় পুলিশি টহলদারি চলছিল। সেইসময় পলিটেকনিক কলেজের মাঠে ওই দুষ্কৃতীদের দেখা যায় । পুলিশকে দেখা মাত্রই পালানোর চেষ্টা করে তারা । ধাওয়া করে পুলিশ । শেষমেশ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বসিরহাটসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও রাহাজানির বহু অভিযোগ রয়েছে। সেদিনও একই উদ্দেশে জড়ো হয়েছিল তারা । গতকাল তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে পাঁচদিন পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

অন্যদিকে লকডাউন ভাঙার অপরাধে 10 জন আটক করেছে পুলিশ । বসিরহাটের পুলিশ সুপার কিংকরপ্রসাদ বাড়ুইয়ের নির্দেশে পুলিশ জেলাজুড়ে দিন-রাত লাগাতার অভিযান চালাচ্ছে । লকডাউনের সময় যারা আইন ভাঙছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

ABOUT THE AUTHOR

...view details