নিমতা, 15 জুলাই : নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে নিমতা থানার পুলিশ ।
নিমতায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার বাড়ি-মালিক - landlord arrest
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাড়িওয়ালা । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ ।
নিমতায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার বাড়ি-মালিক
অভিযুক্ত ব্যক্তির বাড়িতেই ভাড়া থাকত ওই নাবালিকা ও তার পরিবার । পরিবারের অভিযোগ, গতরাতে ওই নাবালিকাকে একা পেয়ে বাড়ির পিছনের জঙ্গলে টেনে নিয়ে যায় ওই ব্যক্তি । তাকে ধর্ষণের চেষ্টা করে । নাবালিকার চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা । হাতে-নাতে ধরে ফেলে ওই ব্যক্তিকে । খবর দেওয়া হয় নিমতা থানায় । পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে ।
নিমতা থানার পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ।