পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের অভিযানে ছিনতাইয়ের আগেই গ্রেপ্তার চার সশস্ত্র দুষ্কৃতী - গ্রেপ্তার চার দুষ্কৃতী

তাড়া করে চার দুষ্কৃতীকে ধরল নিউটাউন থানার পুলিশ ৷ ঘটনাটি নিউটাউনের সাপুরাজি এলাকার ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, দু রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র ৷

চার দুষ্কৃতী

By

Published : Nov 23, 2019, 9:10 PM IST

বিধাননগর, ২৩ নভেম্বর: চার কুখ্যাত দুষ্কৃতীকে তাড়া করে ধরল নিউটাউন থানার পুলিশ ৷ ঘটনাটি নিউটাউনের সাপুরজি এলাকার। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র ৷

ধৃত চারজন বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় অভিযুক্ত । তারা হল ইনতাদুল মোল্লা, আক্রম মোল্লা, গোপাল ঘোষ ও বিলাস মিস্ত্রি । তাদের মধ্যে দুইজনের বাড়ি নিউটাউনে । বাকি দুইজনের বাড়ি সল্টলেক ও বাগুইআটিতে ।

পুলিশ সূত্রে খবর ধৃতরা নিউটাউন সাপুরজি এলাকায় শুক্রবার গভীর রাতে জড়ো হয়েছিল । পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায় ।ঘটনাস্থানে গিয়ে তাদের তাড়া করে ধরে ফেলে পুলিশ । জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নিউটাউন রাজারহাট এলাকায় ছিনতাই ও ডাকাতি করত । শুক্রবারও নিউটাউনে ছিনতাই করার জন্য জড়ো হয়েছিল তারা ।

ABOUT THE AUTHOR

...view details