আমডাঙা, 24 নভেম্বর: তৃণমূল নেতা খুনে লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন । এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের আট দিনের মাথায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর 24 পরগনার আমডাঙা থানার পুলিশ । ধৃতের নাম আলমগীর শেখ ওরফে আফতাব ।
শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেফতার করা হয় পলাতক এই দুষ্কৃতীকে ৷ পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা খুনের ঘটনায় যে চারজনের বিরুদ্ধে আমডাঙা থানায় এফআইআর হয়েছিল, তার মধ্যে দু-নম্বরে নাম ছিল আলমগীর শেখের ।
এর আগে এই খুনের ঘটনায় এফআইআর-এ নাম থাকা আনোয়ার হোসেন মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ । এবার পুলিশের হাতে ধরা পড়ল আলমগীর শেখ নামে আরেক অভিযুক্ত । তবে, তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত তোয়েব আলি মণ্ডল এবং পাপ্পু নামে আরও দুই অভিযুক্ত এখনও পলাতক । তাঁদের হদিস পেতে কোমর বেঁধে নেমেছে তদন্তকারী অফিসারেরা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আলমগীর শেখের পৈতৃক বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে । সেখানকার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । বিশেষত এর মধ্যে উল্লেখযোগ্য বোমাবাজির ঘটনা । দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলা পুলিশ হন্যে হয়ে খুঁজছিল আলমগীর শেখকে । যদিও তাঁর হদিস মেলেনি । তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল খুনে ফের তাঁর উঠে আসায় ঘটনার পরপরই গা-ঢাকা দেওয়ার জন্য আলমগীর বেছে নেন মুর্শিদাবাদ জেলাকেই । এর কারণ অবশ্যই সীমান্তবর্তী জেলা । ফলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ডোমকল হয়ে ভারতের সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালানোর ছক ছিল আফতাব শেখের । কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।