পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁচরাপাড়ায় কিং কোবরার 7 কোটির বিষ বাজেয়াপ্ত, আটক 5 - কাঁচরাপাড়া

আজ গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে আর্মি ইন্টেলিজেন্স ও বীজপুর থানার পুলিশ আটক করে কিং কোবরার বিষ ও ওই পাঁচ জনকে ।

poison-of-king-cobra-worth-rupees-7-crore-recovered-in-kanchrapara-5-detain
poison-of-king-cobra-worth-rupees-7-crore-recovered-in-kanchrapara-5-detain

By

Published : Jun 16, 2021, 9:41 PM IST

কাঁচরাপাড়া, 16 জুন : কাঁচরাপাড়ায় 7 কোটি টাকার নিষিদ্ধ কিং কোবরার বিষ উদ্ধার করল সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগ । আর্মি ইন্টেলিজেন্স ও বীজপুর থানার তৎপরতায় সাপের বিষ সহ আটক পাঁচ অভিযুক্ত ৷

আজ গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে আর্মি ইন্টেলিজেন্স ও বীজপুর থানার পুলিশ আটক করে কিং কোবরার বিষ ও ওই পাঁচ জনকে । ধৃতদের কাছ থেকে যে বিষ উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 7 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ ধৃতরা নদিয়া ও হুগলির বাসিন্দা । অভিযুক্তদের নাম আখতারুজ্জামান (26), গণেশ মণ্ডল (35), দেবাশিস মজুমদার (25), সুজিত বর্মন (35) ও রাম চন্দ্র ঘোষ (36) ৷

কাঁচরাপাড়ায় কিং কোবরার বিষ উদ্ধার

আরও পড়ুন: বক্সায় ফের কিং কোবরা ! লম্বায় প্রায় 12 ফুট

পাঁচ অভিযুক্তের পাশাপাশি আটক করা হয়েছে একটি এক্সইউভি 500 (xuv500) গাড়ি ৷ যার নম্বর ডাব্লুবি02এবি3224 ৷ বীজপুর থানার পুলিশ পরবর্তী তদন্তে নেমেছে ৷

ABOUT THE AUTHOR

...view details