বনগাঁ (উত্তর 24 পরগনা), 30 অগস্ট : দুয়ারে রেশন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত তৃণমূল কংগ্রেসের ইস্তাহারেও তার উল্লেখ ছিল ৷ এবার সেই প্রকল্পই রাজ্য সরকারের তরফে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে ৷ সোমবার এই কথাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷
আরও পড়ুন :Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক
তিনি বলেন, ‘‘এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প । আগামী 12 সেপ্টেম্বর থেকে 15 শতাংশ ডিলার নিয়ে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হবে ।’’ এর পর যখন পুরোপুরিভাবে এই প্রকল্প চালু হবে, তখন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ৷ তিনি জানান, সেই ঘোষণা হতে পারে ভাইফোঁটার পর কোনও একদিন ৷
সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বনগাঁ 12 পল্লি লোকনাথ মন্দির কমিটি 35 ফুট উচ্চতার পূর্ণাবয়ব শিবমূর্তি উন্মোচন ও রক্তদান-বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেছিল । সেই অনুষ্ঠানে এসে দুয়ারে রেশন নিয়ে এই কথা জানান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ তিনি বলেন, ‘‘দুয়ারে সরকারের মাধ্যমে এখন যদি কেউ রেশন কার্ডের জন্য আবেদন করেন । সেখান থেকে রেশন কার্ডের জন্য আবেদন মঞ্জুর হয়ে গেলে অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করেও রেশন সামগ্রী পাওয়া যাবে ।’’