পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমডাঙায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার এক নাবালক-সহ 4 - Physical harrasment at Amdanga

দীর্ঘদিন ধরে ওই নির্যাতিতাকে ধর্ষণ করা হচ্ছিল বলে অভিযোগ ৷ এতদিন ভয়ে ওই কিশোরীর পরিবার প্রকাশ্যে মুখ খুলতে চায়নি । এরপর আজ প্রতিবেশীদের সাহায্যে তারা ধর্ষণে অভিযুক্ত ওই ছ'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ৷ ওই ছ'জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকি দু'জন পলাতক ৷ আমডাঙার ঘটনা ৷

rape
ছবিটির প্রতীকী

By

Published : Apr 20, 2020, 6:27 PM IST

আমডাঙা, 20 এপ্রিল : লকডাউনের মধ্যেই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ছ'জনের বিরুদ্ধে । ওই কিশোরীর পরিবারের লোকেরা রবিবার বিকেলে ওই ছ'জনের বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেন । রাতেই পুলিশ ওই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ৷বাকি দু'জন পলাতক ৷ উত্তর 24 পরগনার আমডাঙা থানার ঘটনা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করা হচ্ছিল ওই পিতৃহীন কিশোরীকে ৷ অবশেষে , শনিবার গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন । এতদিন ভয়ে ওই কিশোরীর পরিবার প্রকাশ্যে মুখ খুলতে চায়নি । প্রতিবেশীরা সাহস জোগাতে ওই কিশোরী ও তার পরিবার সব কথা বলে দেয় । তারপর রবিবার বিকেলে নির্যাতিতা কিশোরীর পরিবার থানায় ছ'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । অভিযুক্তদের মধ্যে রাজু মণ্ডল , উদয় চট্টোপাধ্যায় , আনসার মণ্ডল ও 12 বছরের এক বালককে পুলিশ গ্রেপ্তার করেছে । অন্য দুই অভিযুক্তের নাম কালো মণ্ডল ও আকবর আলি । তারা বর্তমানে পলাতক । পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন , "ছ'জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্তদের মধ্যে চার জনকে গ্রেপ্তারও করা হয়েছে । বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে । "

ABOUT THE AUTHOR

...view details