পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bike Smuggling at Border: বাইক চুরি করে বাংলাদেশে পাচার, পেট্রাপোলে গ্রেফতার যুবক

চুরি যাওয়া মোটারসাইকেল-সহ গ্রেফতার হলেন এক আন্তর্জাতিক পাচারকারী (Bike Smuggling at Border) । অভিযুক্তের কাছ থেকে 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । বনগাঁর বিভিন্ন জায়গা থেকে সেগুলি চুরি গিয়েছিল । সীমান্ত পেরিয়ে সেগুলি বাংলাদেশে (Bike Smuggling to Bangladesh) পাচারের তোড়জোড় চলছিল বলে অভিযোগ পুলিশের ।

Petrapole police arrests one for Bike Smuggling at Border
উদ্ধার হওয়া চারটি মোটরসাইকেল ।

By

Published : Dec 2, 2021, 6:03 PM IST

বনগাঁ, 02 ডিসেম্বর: বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোটারসাইকেল-সহ গ্রেফতার হলেন এক আন্তর্জাতিক পাচারকারী (Bike Smuggling at Border) । অভিযুক্তের কাছ থেকে 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । বনগাঁর বিভিন্ন জায়গা থেকে সেগুলি চুরি গিয়েছিল । সীমান্ত পেরিয়ে সেগুলি বাংলাদেশে (Bike Smuggling to Bangladesh) পাচারের তোড়জোড় চলছিল বলে অভিযোগ পুলিশের ।

আরও পড়ুন:Husband murders wife : অন্তঃসত্ত্বাকে মেরে রিজার্ভারে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার স্বামী

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রাজু মণ্ডল নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ (Petrapole Police) । তাঁর বাড়ি পেট্রাপোল এলাকাতেই । তাঁকে জেরা করে পুলিশ জেনেছে, অভিযুক্ত এবং তাঁর শাগরেদরা মিলে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি (Bike Theft in Bangaon) করে পেট্রাপোলে নিয়ে আসতেন । তার পর কলকব্জা খুলে বস্তায় ভরে ফেলা হত । এর পর সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পুলিশের চোখ এড়িয়ে সেগুলি সীমান্ত লাগোয়া ইছামতি নদীতে ভাসিয়ে পাচার করা হত ।

আরও পড়ুন:Barasat District Hospital : মায়েদের মন ভাল রাখতে মিউজিক সিস্টেম বারাসত সদর হাসপাতালের প্রসূতি বিভাগে

সূত্রের খবর, বাংলাদেশের বাজারে ভারতের মোটরসাইকেলের চাহিদা তুঙ্গে । তার জন্যই চুরি করা মোটরসাইকেল বাংলাদেশে পাচার করা হয়ে থাকে । এক একটি মোটরসাইকেল পাচার করে 30 থেকে 35 হাজার টাকা রোজগার করেন পাচারকারীরা । সীমান্তে কড়াকড়ি থাকায় পেট্রাপোল থেকে ধৃত রাজু বেশ কয়েক জন গাড়ি মেরামতকারীর সঙ্গে যোগাযোগ করেন । সেই সূত্রেই পুলিশের কাছে খবর পৌঁছয় । ধৃতের সঙ্গে আরও অনেকে এই পাচারচক্রে জড়িত বলে অনুমান পুলিশের । তা নিয়ে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details