পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Submerged Kamarhati : কামারহাটিতে জলমগ্ন এলাকার বাসিন্দাদের বিক্ষোভ, জমা জলে হাঁটলেন পৌর প্রশাসক - Municipal Administrator

কামারহাটি পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ পল্লি কয়েকদিনের ভারী বৃষ্টিতে জল থৈ থৈ করছে ৷ ইতিমধ্যেই সেই জল না নামায় দূষণ ছড়াতে শুরু করেছে ৷ যার ফলে এলাকার বৃদ্ধ থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে ৷ যদিও পৌরসভার তাতে কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ ৷ তাই এদিন বাধ্য হয়েই এলাকার মানুষরা বিক্ষোভ দেখান ৷ বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে জমে থাকা জলের মধ্যে পৌর প্রশাসক গোপাল সাহা এবং পৌর প্রশাসকমণ্ডলীর সদস্যকে হাঁটিয়ে এলাকার পরিস্থিতি দেখান ৷

কামারহাটিতে জলমগ্ন এলাকার মানুষের বিক্ষোভ
কামারহাটিতে জলমগ্ন এলাকার মানুষের বিক্ষোভ

By

Published : Aug 6, 2021, 3:51 PM IST

কামারহাটি, 6 অগস্ট : দীর্ঘদিন জলমগ্ন হয়ে রয়েছেন কামারহাটি পৌরসভা এলাকার মানুষজন ৷ কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এলাকায় জল ভরে রয়েছে ৷ এখনও জল নামেনি ওই অঞ্চল থেকে ৷ জমা জল দূষিত হয়ে ওঠায় এলাকার বৃদ্ধ থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে ৷ এর জেরে এদিন ওই এলাকার মানুষরা বিক্ষোভ দেখান ৷

আর এই বিক্ষোভের মুখে পড়তে হয় কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা এবং পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য বিমল সাহাকে ৷ দু'জনকেই বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে জমে থাকা জলের মধ্যে হাঁটিয়ে এলাকার পরিস্থিতি দেখালেন ৷ ঘটনাটি কামারহাটি পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণ পল্লিতে ৷ অল্প বৃষ্টি হলেই এই পাড়ার মানুষজন জলবন্দি হয়ে পড়েন ৷ এই পাড়াতে প্রায় একশো থেকে দেড়শোর ওপর পরিবার বসবাস করে ৷

জলমগ্ন এলাকার মানুষের বিক্ষোভ

এদিন এলাকার মহিলা থেকে বৃদ্ধ, শিশু থেকে মাঝবয়সী সকলেই নেমে পড়েন রাস্তায় ৷ দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ ৷ অবরোধের ফলে রথতলা মোড়ে ব্যাপক যানজট তৈরি হয় ৷

আরও পড়ুন : Vaccine case : অশোকনগর ভ্যাকসিন কাণ্ডে সাসপেন্ড এএসআই

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা এবং পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য বিমল সাহা ৷ দু‘জনকে ঘিরে এলাকার মানুষ বিক্ষোভ দেখান ৷ দাবি তোলা হয়, হেঁটে এলাকার পরিস্থিতি দেখতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ড্রেন পরিষ্কার করে জল নামার ব্যবস্থাও করতে হবে ৷ চাপে পড়ে পৌর প্রশাসক এবং পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য দু‘জনে জমা জলের মধ্যে দিয়েই শ্রীকৃষ্ণ পল্লি ঘুরে দেখেন ৷ পরে তাঁদের সঙ্গে যান পৌরসভার আধিকারিকরাও ৷

এলাকার মানুষরা বিক্ষোভ দেখান

এরপরই সেখানে বেলঘড়িয়া থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছায় ৷ পৌর প্রশাসক ও পৌর প্রশাসকমণ্ডলীর সদস্য এবং পৌর আধিকারিকদের সঙ্গে এলাকার মানুষের দীর্ঘক্ষণ কথা বলার পর এই বিক্ষোভ ওঠে ৷

ABOUT THE AUTHOR

...view details