বারাসত, 2 মে : কোরোনা সংক্রমণের নিরিখে উত্তর 24 পরগনাকে রেড জ়োন হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার । কেন্দ্রের তালিকাতেও রেড জ়োনে এই জেলা । তাই নির্দিষ্ট নিয়মবিধি মেনে চলার নির্দেশিকা জারি হয়েছে । কিন্তু সেসবের তোয়াক্কা না করেই গতকাল উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতের মাছের আড়তে ভিড় করতে দেখা গেল হাজার হাজার মানুষকে । মাছের আড়তের এই ছবি দেখে রীতিমতো আঁতকে উঠেছেন অনেকেই ।
চাঁপাডালি বাসস্ট্যান্ড সংলগ্ন এই আড়ত থেকে বারাসতের বিভিন্ন বাজারে পাইকারি মাছের সরবরাহ হয় । অনেকে খুচরো মাছও কেনে এখান থেকে । ভিড় থেকে সংক্রমণের আশঙ্কায় কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল মাছের এই আড়ত । কিন্তু গতকাল ফের খুলে দেওয়া হয় মাছের আড়ত । ফলে মাছ কিনতে রীতিমতো হিড়িক পড়ে যায় সেখানে । সামাজিক দূরত্ব দূরের কথা । অনেকের মুখে মাস্কও দেখা যায়নি । অথচ আড়তেই ক্যাসেট বাজিয়ে মুখ্যমন্ত্রীর সতর্কতামূলক বার্তা প্রচার করা হয় । কিন্তু তাতেও হুঁশ ফেরেনি মানুষের । শেষে, আড়ত খোলার দু'ঘণ্টা পর তা বন্ধ করে দেওয়া হয় । তবে, এই ঘটনায় ইতিমধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । প্রশ্ন উঠছে, নিয়ম লঙ্ঘন করে কী করে মাছের আড়ত খোলা হল ? সেইসময় প্রশাসনই বা ছিল কোথায় ? যদিও প্রশাসনের তরফে কোনও প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি ।