পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Didir Suraksha Kavach: 'দিদির দূত' বিধায়ককে অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে - Didir Doot MLA Tapas Roy

মঙ্গলবার ঘোলায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বাড়ি বাড়ি যান দিদির দূত তথা বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy) ৷ তাঁকে দলীয় কর্মীদেরই বিরুদ্ধে অভিযোগ করে এলাকাবাসীরা ৷

দিদির সুরক্ষা কবচ
Didir Suraksha Kavach

By

Published : Jan 17, 2023, 7:51 PM IST

দিদির দূত বিধায়ককে অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

ঘোলা, 17 জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে শাসকদলের কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ শুনতে হল দিদির দূত তথা বরানগরের বিধায়ক তাপস রায়কে (MLA Tapas Roy) ৷ মঙ্গলবার ঘোলা বিলকান্দা দু'নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । আর এই দিদির দূত অনুষ্ঠানে তাপস রায়কে অভিযোগ করলেন এলাকার বাসিন্দারা । তাপস রায় এলাকায় বাসিন্দাদের অভিযোগ শুনতে গেলে এলাকার পঞ্চায়েত সদস্য গোবিন্দ অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁরা ।

পাশাপাশি বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের কাছে ভ্যাকসিনের স্লিপ চাইতে গেলে তা দিতে অস্বীকার করেন ৷ তিনি জানান, ভ্যাকসিনের স্লিপ নেই, সার্টিফিকেট লাগলে ডেথ সার্টিফিকেট দিতে পারি । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয় । গোটা ঘটনা সামাল দেয় দিদির দূত তাপস রায় । তৃণমূল সরকারের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে দিদির দূতেরা ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পড়লেও সেটাকে তারা লঘু বলেই দেখছেন ।

এই প্রকল্পের মধ্যে দিয়ে তারা বিভিন্ন অভাব অভিযোগগুলি শুনছেন এবং সমাধানের পথ বলে দিচ্ছেন । তবে এই ধরনের বিক্ষোভে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠছে । সরকার চলছে এত বছর ধরে তারপরেও মানুষের মধ্যে ন্যূনতম চাহিদা থেকে শুরু করে দলের কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করা হচ্ছে । যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চ থেকে দলীয় লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন । রোজকার বিভিন্ন প্রকল্পের সুবিধা না-পাওয়ার অভিযোগ সরকারের কাজ কর্মের বিরুদ্ধে প্রশ্ন তুলছে ।

বিধায়ক তাপস রায় বলেন, "আমরাই প্রকল্প নিয়ে মানুষের অভিযোগ নিতে এসেছি ৷ যে যা পেয়েছে বা কে কী পায়নি, সবই আমরা নথিভুক্ত করছি । এখানকার অঞ্চল সভাপতি বিরুদ্ধে অভিযোগ শুনেছি । সেটাও আমরা নথিভুক্ত করেছি এবং কাজ কেন হয়নি সেটাও আমরা দলের তরফে দেখব । অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগকে খণ্ডন করতে গিয়ে সংবাদমাধ্যমের সাংবাদিকদের কাজকর্মের তুলনা টানেন তিনি । তাপস রায় বলেন, "দলের সবাই সমানভাবে কাজ করে না ৷ দলের অনেক লোক আছে যারা ভালো কাজ করে ৷ সব কাজই করে দেওয়া হবে । অভিযোগ নেওয়ার জন্যই এই কর্মসূচি।"

আরও পড়ুন:বীরভূমে ফের ক্ষোভের মুখে দিদির দূত! এবার শিকার মন্ত্রী চন্দ্রনাথ

ABOUT THE AUTHOR

...view details