গাইঘাটা, 27 অগাস্ট : তৃণমূল কাউন্সিলরের স্বামী ও এক প্রোমোটারের বিরুদ্ধে কৃষকের ফসল নষ্টের অভিযোগ উঠল । বাধা দেওয়ায় মারধরও করা হয় তাঁকে । স্থানীয়রা ওই কাউন্সিলরের স্বামী ও অভিযুক্ত প্রোমোটারকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, পুলিশ নাকি পরে দু'জনকেই ছেড়ে দেয় । গাইঘাটার ইছাপুরের ঘটনা । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ গাইঘাটা-গোবরডাঙা রোড অবরোধ করে স্থানীয়রা । পরে পুলিশি আশ্বাসে উঠে যায় অবরোধ ।
অভিযোগ, গতকাল(সোমবার) গোবরডাঙা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সবিতা দাসের স্বামী অশোক দাস ও রমেশ দাস নামে এক প্রোমোটার স্থানীয় কৃষক অসিত পালের জমির ফসল কেটে নেন । বাধা দিতে গেলে মারধরও করা হয় অসিত পালকে । স্থানীয়রা ধরে ফেলেন দুই অভিযুক্তকে । তাঁদের পুলিশের হাতে তুলে দিলেও অভিযোগ, গ্রেপ্তার না করে ছেড়ে দেয় পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকে গাইঘাটা-গোবরডাঙা রোড অবরোধ করেন স্থানীয়রা ।