পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মারধর, ফসল নষ্টের অভিযোগ ; তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ - মারধর

গাইঘাটায় ফসল নষ্টের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে । বাধা দিলে মারধর করা হয় কৃষককে । অভিযুক্তদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ।

চলছে অবরোধ

By

Published : Aug 27, 2019, 6:20 PM IST

Updated : Aug 27, 2019, 6:56 PM IST

গাইঘাটা, 27 অগাস্ট : তৃণমূল কাউন্সিলরের স্বামী ও এক প্রোমোটারের বিরুদ্ধে কৃষকের ফসল নষ্টের অভিযোগ উঠল । বাধা দেওয়ায় মারধরও করা হয় তাঁকে । স্থানীয়রা ওই কাউন্সিলরের স্বামী ও অভিযুক্ত প্রোমোটারকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও, পুলিশ নাকি পরে দু'জনকেই ছেড়ে দেয় । গাইঘাটার ইছাপুরের ঘটনা । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ গাইঘাটা-গোবরডাঙা রোড অবরোধ করে স্থানীয়রা । পরে পুলিশি আশ্বাসে উঠে যায় অবরোধ ।

অভিযোগ, গতকাল(সোমবার) গোবরডাঙা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সবিতা দাসের স্বামী অশোক দাস ও রমেশ দাস নামে এক প্রোমোটার স্থানীয় কৃষক অসিত পালের জমির ফসল কেটে নেন । বাধা দিতে গেলে মারধরও করা হয় অসিত পালকে । স্থানীয়রা ধরে ফেলেন দুই অভিযুক্তকে । তাঁদের পুলিশের হাতে তুলে দিলেও অভিযোগ, গ্রেপ্তার না করে ছেড়ে দেয় পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকে গাইঘাটা-গোবরডাঙা রোড অবরোধ করেন স্থানীয়রা ।

দেখুন ভিডিয়ো

অসিত পালের বক্তব্য, ওই জমিটি বছর দশেক আগে তিনি কিনেছিলেন । তাঁর আরও দাবি, জমির সমস্ত বৈধ কাগজ-পত্র রয়েছে তাঁর কাছে । কিন্তু, গতকাল নকল দলিল দেখিয়ে তাঁকে মারধর করেন অশোক । ফসল নষ্ট করে দেওয়া হয় । অসিতকে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ফসল নষ্ট ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর সবিতা দাস । উলটে অসিত পালের বিরুদ্ধেই ফসল নষ্টের অভিযোগ তুলেছেন তিনি । জমিটি কার এর উত্তরে তিনি আমতা-আমতা করে বলেন, "জমিটি আমার ও আমার স্বামীর ।"

Last Updated : Aug 27, 2019, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details