বারাসত, 23 মে : আমফানের দাপটে বারাসতের প্রায় বেশিরভাগ জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি । তাই তিনদিন পরেও বিদ্যুৎহীন বারাসতের বেশিরভাগ জায়গা । দেখা দিয়েছে পানীয় জলের সংকটও । তাই গতকালই বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বারাসতের হৃদয়পুর স্টেশন রোড অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছিলেন 32 ও 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । আর আজ একই দাবিতে বারাসতের ন'পাড়া সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন 3 ও 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ।
আজ সকাল সাড়ে 9 টায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন 3 ও 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । ফলে এলাকায় যানজট তৈরি হয় । সেইসময় যানজটে দাঁড়িয়ে থাকা বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি যাওয়ার চেষ্টা করলে সেটিকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা । বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে বাদানুবাদ হয় বিক্ষোভকারীদের । পরে খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছায় বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য । পরিস্থিতি সামাল দেন তিনি । আজ সন্ধ্যে 6 টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা সচল করার প্রতিশ্রুতি দেন বিক্ষোভকারীদের । প্রতিশ্রুতি পাওয়ার পর দীর্ঘ 45 মিনিট পর অবরোধ তুলে নেন তাঁরা ।