নিমতা, 30 সেপ্টেম্বর: নিমতা থানার পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করল বিরাটির ছোটো ফিঙ্গা এলাকার বাসিন্দারা । আজ সকাল 9টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে । এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ৷
স্থানীয় বাসিন্দারা বলে, শনিবার রাতে স্থানীয় নব উন্নয়ন ক্লাবের মেম্বারশিপ অভিযান ঘিরে কয়েকজন যুবকের মধ্যে বচসা হয় । স্থানীয়দের মধ্যস্থতায় বিবাদ মিটে যায় । কিন্তু রাতে ক্লাবের বেশ কয়েক সদস্যের বাড়িতে হানা দেয় নিমতা থানার পুলিশ । নবউদয় ক্লাবের সদস্যদের অভিযোগ তাদের পরিবারের সদস্যদের হেনস্থা করেছে পুলিশ ৷ তাদের আরও অভিযোগ, নিমতা থানার পুলিশ মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে স্থানীয় যুবকদের ৷ প্রশাসনের অত্যাচারে অতিষ্ঠ হয়েই আজ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷
এদিকে অবরোধ হঠাতে ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ । পুলিশ অবরোধ তুলে নিতে বলে । সপ্তাহের প্রথম দিনে অবরোধ হওয়ায় নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিল । এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে । লাঠিচার্জে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হন ৷ এরপর বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থানে আসে । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে খবর পেয়ে স্থানীয় পৌর প্রতিনিধি এবং প্রাক্তন উপ পৌরপ্রধান শেখ নাজিমউদ্দিন ঘটনাস্থানে আসেন ৷ তাঁর মধ্যস্থতায় অবরোধ উঠে যায় ।
এই ঘটনা প্রসঙ্গে শেখ নাজিমউদ্দিন বলেন," ছোটো ফিঙ্গার নব উন্নয়ন সংঘ প্রতিবছর দুর্গা পূজার আয়োজন করে । এ বছরও তারা ক্লাবের সদস্যদের কাছ থেকে মেম্বারশিপ দিয়েই দুর্গাপুজো করছে । দুলু বারুই নামে এক ক্লাব সদস্য অসীম তপাদারের কাছে মেম্বারশিপের টাকা আনতে গিয়েছিল । সেই সময় দুলুর সঙ্গে অসীমের বচসা হয় ৷ এরপর অসীম স্থানীয় এক BJP নেতাকে নিয়ে নিমতা থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দুলুকে খুঁজছিল । পুলিশের সঙ্গে দুলুর বাড়ির লোকেদের কিছু কথোপকথন হয় । ভয় পেয়ে ওরা পালিয়ে যায় । এই সমস্ত ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দা পথ অবরোধ করেছে ৷ "