বারাসত, 6 অক্টোবর: হাসপাতালের ওয়ার্ড থেকে রোগীর উধাও হয়ে যাওয়ার (patient missing from hospital) ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় বারাসত জেলা হাসপাতাল চত্বরে । রোগীর পরিবারের দাবি, পুলিশের কাছ থেকে খবর পেয়ে এদিন সকালে তাঁরা নিখোঁজ প্রমিলা মৃধা নামে বৃদ্ধার খোঁজ করতে এসেছিলেন বারাসত জেলা হাসপাতালে (Barasat District Hospital) । অথচ বিভিন্ন ওয়ার্ড হন্যে হয়ে খুঁজেও কোথায়ও বৃদ্ধার কোনও হদিশ পাওয়া যায়নি । শেষে ওয়ার্ড মাস্টারের কাছে তাঁরা জানতে পারেন, ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঠিকই । কিন্তু খোঁজ মিলছে না তারপর থেকেই ৷
স্বভাবতই এই ঘটনায় ক্ষুদ্ধ রোগীর পরিবার দায়ী করেছে হাসপাতাল কর্তৃপক্ষকে । রীতিমতো তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের ।
জানা গিয়েছে, প্রায় তিনমাস আগে নিউটাউনের গোবিন্দনগর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান 72 বছরের প্রমিলা মৃধা । সেদিন বাড়ি থেকে বেরিয়ে মেয়ের বাড়িতে তিনি যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে । পথ ভুলে নিখোঁজ হয়ে যায় তিনি । বৃদ্ধার সন্ধানে আত্মীয়ের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর কোনও হদিশ পায়নি পরিবারের লোকেরা । শেষে নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা ।