পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Barasat District Hospital: হাসপাতাল থেকে রোগী উধাও ! মুখে কুলুপ কর্তৃপক্ষের

হাসপাতাল থেকে রোগীর উধাও হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় বারাসত জেলা হাসপাতাল চত্বরে (Barasat District Hospital)। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে বৃদ্ধার পরিবার (patient missing) । এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও সাহায্যে মেলেনি বলেও অভিযোগ ।

patient missing from Barasat District Hospital
patient missing from Barasat District Hospital

By

Published : Oct 6, 2022, 6:53 PM IST

বারাসত, 6 অক্টোবর: হাসপাতালের ওয়ার্ড থেকে রোগীর উধাও হয়ে যাওয়ার (patient missing from hospital) ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় বারাসত জেলা হাসপাতাল চত্বরে । রোগীর পরিবারের দাবি, পুলিশের কাছ থেকে খবর পেয়ে এদিন সকালে তাঁরা নিখোঁজ প্রমিলা মৃধা নামে বৃদ্ধার খোঁজ করতে এসেছিলেন বারাসত জেলা হাসপাতালে (Barasat District Hospital) । অথচ বিভিন্ন ওয়ার্ড হন্যে হয়ে খুঁজেও কোথায়ও বৃদ্ধার কোনও হদিশ পাওয়া যায়নি । শেষে ওয়ার্ড মাস্টারের কাছে তাঁরা জানতে পারেন, ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঠিকই । কিন্তু খোঁজ মিলছে না তারপর থেকেই ৷

স্বভাবতই এই ঘটনায় ক্ষুদ্ধ রোগীর পরিবার দায়ী করেছে হাসপাতাল কর্তৃপক্ষকে । রীতিমতো তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের ।

জানা গিয়েছে, প্রায় তিনমাস আগে নিউটাউনের গোবিন্দনগর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান 72 বছরের প্রমিলা মৃধা । সেদিন বাড়ি থেকে বেরিয়ে মেয়ের বাড়িতে তিনি যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে । পথ ভুলে নিখোঁজ হয়ে যায় তিনি । বৃদ্ধার সন্ধানে আত্মীয়ের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর কোনও হদিশ পায়নি পরিবারের লোকেরা । শেষে নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা ।

সেদিন রাতেই মিসিং ডায়রি করা হয় নিউটাউন থানায় । অভিযোগ পেয়ে পুলিশও তদন্ত শুরু করে । তদন্ত চলাকালীনই বৃহস্পতিবার সাতসকালে দেগঙ্গা থানার পুলিশের ফোন আসে বৃদ্ধার পরিবারের কাছে । ফোনে জানানো হয়, ওই বৃদ্ধাকে দেগঙ্গার টাকি রোডের ধার থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে বারাসত হাসপাতালে ।

রোগী উধাও ঘটনায় চাঞ্চল্য বারাসত জেলা হাসপাতাল চত্বরে

সেখানে গিয়ে বৃদ্ধার বিষয়ে খোঁজ করার পরামর্শ দেওয়া হয় পুলিশের তরফে । এরপরই দেরি না করে বৃদ্ধার পরিবারের সদস্যরা চলে আসেন সেখানে । কিন্তু তন্নতন্ন করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরেও কোথায়ও ওই বৃদ্ধাকে দেখতে পাননি তাঁরা । এর ফলে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা । বিষয়টি নিয়ে ওয়ার্ড মাস্টারের কাছে গিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । যার কারণে ক্ষোভ প্রকাশ করেছে বৃদ্ধার পরিবার ।

আরও পড়ুন:ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দেগঙ্গায় মৃত্যু প্রৌঢ়ের

এদিকে এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে হাসপাতাল চত্বরে । বৃদ্ধাকে খুঁজে পেতে আবারও পুলিশের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন পরিবারের সদস্যরা । পাশাপাশি দ্রুত ওই বৃদ্ধাকে খুঁজে দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details