পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দমদমে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী রোগী - Unnatural Death

বেসরকারি হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক রোগীর । মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি ৷

বেসরকারি হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক রোগীর । মনে করা হচ্ছে,

By

Published : Nov 5, 2019, 12:37 PM IST

দমদম, 5 নভেম্বর : বেসরকারি হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক রোগীর । মনে করা হচ্ছে, ওই ব্যক্তি হাসপাতালের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন । মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায় ৷ বয়স 61 ৷ তিনি দমদম নাগেরবাজার সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সোমবার রাত 1টা 35 মিনিট নাগাদ পড়ে যান তিনি, মনে করা হচ্ছে ।

দীর্ঘদিন ধরেই স্বপনবাবু অসুস্থ ছিলেন । বেসরকারি হাসপাতালে বিল বেড়ে যাচ্ছিল ক্রমশ । সবমিলিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, হাসপাতালের পিছনে 7 তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হন তিনি । হাসপাতালে কর্মীরাই প্রথমে তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয় । দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ ।

হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে রোগী মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে । নিরাপত্তারক্ষীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের CCTV ফুটেজ ।

ABOUT THE AUTHOR

...view details