ভাটপাড়া , 23 মার্চ : চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ রোগী মৃত্যুকে ঘিরে কাঠগড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ৷ পেটে ব্যাথা নিয়ে আজ হাসপাতালে ভর্তি করা হয় রাজকুমার পাসোয়ান (৪০) নামে এক ব্য়ক্তিকে ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবার ৷
মৃতের পরিবারের অভিযোগ , জগদ্দলের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমারকে অসুস্থ অবস্থায় প্রথমে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেন রোগীকে ৷ ইনজেকশন দেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে রাজকুমার ৷ পরে হাসপাতালের পরিকাঠামোগত অব্যবস্থার দোহাই দিয়ে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয় ৷ অ্যাম্বুলেন্স করে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয় ৷
রোগীর মৃত্যু হলে ফের তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসে তাঁর পরিবার ৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ও হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে তারা ৷