আলিপুর, 23 নভেম্বর:পা ফুলে রয়েছে ৷ পায়ে ব্যথা ৷ সেই কারণে আদালতের দোতলায় সিঁড়ি ভেঙে উঠতে পারলেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ৷ বিচারকের অনুমতিতে আদালতের লকআপ থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর পুলিশ কোর্টে নিয়ে আসা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৷
পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে জানান, কিডনির সমস্যার জন্য পা ফুলে থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটতে সমস্যা হচ্ছে । তাঁকে শুনানি কক্ষে উপস্থিত না-হতে হলে ভালো হয় ৷ তাই কোর্টের কাছে লকআপ থেকে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির করানোর আবেদন করেন আইনজীবী। এরপরেই বিচারক লকআপ চত্বর থেকে ভার্চুয়ালি তাঁকে হাজির করানোর কথা জানান। তারপর সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ।
ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায় বিচারকের কাছে আবেদন জানান, তাঁর কিডনির সমস্যা রয়েছে ৷ এর জন্য দুই পা ফুলে যাচ্ছে ৷ ফিজিওথেরাপি করাতে হবে ৷ সেই সঙ্গে তিনি এও জানান, এসএসকেএম হাসপাতাল অথবা বাইরের হাসপাতালে বা অন্য কোন রাজ্যে গিয়ে চিকিৎসা করাবেন না । প্রেসিডেন্সি জেলে থেকেই তিনি তাঁর শারীরিক চিকিৎসা করাতে চান । সেই কথা শুনে বিচারক সুপারকে জেলের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে এদিন আদালতে জামিনের আবেদন করা হয়নি ।