পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Slams Partha পার্থ দলের ক্যান্সার, কটাক্ষ তৃণমূল পৌরপ্রধানের, তাল ঠুকলেন সুজন

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দলের ক্যান্সার ৷ এই ভাষাতেই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল পৌরপ্রধান প্রবীর সাহা (New Barrackpore Municipality Chairman)৷ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বক্তব্য, তৃণমূল দলটাই ক‍্যান্সারে আক্রান্ত ।

Partha Chatterjee is the cancer of TMC, says party leader Prabir Saha
পার্থ দলের ক্যান্সার, কটাক্ষ তৃণমূল পৌরপ্রধানের, তাল ঠুকলেন সুজন

By

Published : Aug 19, 2022, 5:27 PM IST

Updated : Aug 19, 2022, 5:42 PM IST

কলকাতা, 19 অগস্ট:কথায় বলে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে । পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা হয়েছে তাই । দুর্নীতির অভিযোগে হেফাজতে থাকা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব সম্পর্কে এখন যা ইচ্ছা তাই বলছেন, তাঁর দলের নেতারাই । বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ক্যান্সার বলে আখ্যা দিলেন তাঁরই দলের এক পৌরপ্রধান (New Barrackpore Municipality Chairman)। আর এই ঘটনা রীতিমতো রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে ।

বৃহস্পতিবার সভা মঞ্চ থেকে নিউ ব্যারাকপুরের চেয়ারম্যান প্রবীর সাহা (Prabir Saha) বলেন, "চায়ের দোকানে তুফান তুলে লাভ নেই । পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন ৷ তৃণমূল কংগ্রেস তাঁকে কেটে বাদ দিয়ে দিয়েছে । শরীরের কোনও অংশে ক্যান্সার হলে তাকে কেটে বাদ দিয়ে দিতে হয় ৷ পার্থ চট্টোপাধ্যায় সেই ক্যান্সার, তাই তাঁকে কেটে বাদ দেওয়া হয়েছে । দল দলের মতো করে চলবে ।"

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গ্রেফতার হয়েছেন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় । এই অর্পিতা মুখোপাধ্যায়ের থেকেই কোটি কোটি টাকা উদ্ধার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই মুহূর্তে গোটা বিষয়টি বিচারাধীন । এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন । দলের এই হেভিওয়েট নেতা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, আইন আইনের পথে চলবে ।

আরও পড়ুন:অর্পিতার 31টি জীবন বীমার কিস্তি দিতেন পার্থ, দাবি ইডির

দলের একের পর এক নেতা যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির র‍্যাডারে রয়েছেন, ঠিক তখনই তৃণমূল সুপ্রিমো দলকে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন । বলেছেন, তদন্তকারী সংস্থা কাজকর্মের বিরোধিতা করে কাজের দিন সন্ধ্যায় আর শনি ও রবিবার তিনটে থেকে পাঁচটা রাজনৈতিক সভা করে মানুষের কাছে যেতে । সেই মতোই তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে বৃহস্পতিবার সভার আয়োজন করা হয়েছিল নিউ ব্যারাকপুরে । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দলের প্রাক্তন মহাসচিবকে ক্যান্সার বলে আখ্যা দিলেন দলেরই এক পৌরপ্রধান । যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তাঁরা এ নিয়ে বিশেষ কথা বলতে রাজি হননি । আর তৃণমূল কংগ্রেসের এই নীরবতা থেকে প্রশ্ন উঠছে তাহলে কি নীরব থেকে দলের পৌরপ্রধানের এই বক্তব্যকে সমর্থনই জানাচ্ছে রাজ্যের শাসক দল ?

পার্থকে কটাক্ষ তৃণমূল পৌরপ্রধানের, তাল ঠুকলেন সুজন

প্রবীর সাহার সুরেই তৃণমূলকে কটাক্ষা করেছেন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি বলেন, "শুধু পার্থ চট্টোপাধ্যায় কেন, তৃণমূল দলটাই ক‍্যান্সারে আক্রান্ত । সেটা লুঠের ক‍্যান্সার । ক‍্যান্সারের বিভিন্ন স্টেজ রয়েছে । বাইরেটা ফুলে উঠেছে বলে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে । এটি কিডনি, লিভার পর্যন্ত বিস্তৃত । সেই কারণেই গোটা তৃণমূল দলটাই আক্রান্ত ক‍্যান্সারে ৷"

Last Updated : Aug 19, 2022, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details