কলকাতা, 19 অগস্ট:কথায় বলে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে । পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা হয়েছে তাই । দুর্নীতির অভিযোগে হেফাজতে থাকা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব সম্পর্কে এখন যা ইচ্ছা তাই বলছেন, তাঁর দলের নেতারাই । বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ক্যান্সার বলে আখ্যা দিলেন তাঁরই দলের এক পৌরপ্রধান (New Barrackpore Municipality Chairman)। আর এই ঘটনা রীতিমতো রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে ।
বৃহস্পতিবার সভা মঞ্চ থেকে নিউ ব্যারাকপুরের চেয়ারম্যান প্রবীর সাহা (Prabir Saha) বলেন, "চায়ের দোকানে তুফান তুলে লাভ নেই । পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন ৷ তৃণমূল কংগ্রেস তাঁকে কেটে বাদ দিয়ে দিয়েছে । শরীরের কোনও অংশে ক্যান্সার হলে তাকে কেটে বাদ দিয়ে দিতে হয় ৷ পার্থ চট্টোপাধ্যায় সেই ক্যান্সার, তাই তাঁকে কেটে বাদ দেওয়া হয়েছে । দল দলের মতো করে চলবে ।"
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গ্রেফতার হয়েছেন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় । এই অর্পিতা মুখোপাধ্যায়ের থেকেই কোটি কোটি টাকা উদ্ধার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই মুহূর্তে গোটা বিষয়টি বিচারাধীন । এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন । দলের এই হেভিওয়েট নেতা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, আইন আইনের পথে চলবে ।