ব্যারাকপুর, 1 অক্টোবর: রাত পোহালেই দিল্লিতে তৃণমূলের মেগা কর্মসূচি । তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ দিল্লি পুলিশের উদ্দেশ্যে হুঙ্কার দিতে দেখা গেল রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে । রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বসলেন তিনি । মন্ত্রী বলেন,"দিল্লিতে লাঠি চললে পশ্চিমবঙ্গেও লাঠি চলবে ৷" কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দু'দিন দিল্লির যন্তর মন্তরে রয়েছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি । তা নিয়ে বাংলার বুকে রাজনৈতিক তরজা তো চলছেই । তারই মধ্যে পার্থ ভৌমিকের এই হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে । অনেকেই মনে করছেন, এই মন্তব্য একেবারে অগণতান্ত্রিক । সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এভাবে প্রকাশ্যে হুমকি দিতে পারেন না । আইন প্রণয়নকারীদের আরও সতর্কভাবে কথা বলার প্রয়োজন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ।
আরও পড়ুন:কাল থেকে শুরু ধরনা কর্মসূচি, রাজধানীতে আজ রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেকরা
দিল্লি যাত্রা নিয়ে আগেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তিনি সাফ বলেছেন," দিল্লিতে বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে, একটা আঁচড় যদি পড়ে শ্রমিক কৃষকের উপর…, ইট কা জবাব পাত্থর সে কীভাবে দিতে হয় সেটা গণতান্ত্রিকভাবে আগামিদিন মানুষ দেবে ৷" যদিও শাসকদলের এই ধরনা কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক পারদ কিন্তু ক্রমশই চড়ছে । ইতিমধ্যে বাতিল করা হয়েছে রাজধানীগামী দিল্লি ট্রেন । বাতিল হয়েছে দিল্লিগামী বিমানও । ফলে কর্মীসমর্থকদের দিল্লি যাওয়ার ভরসা বলতে বাসই । বাসে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এ রাজ্যের বঞ্চিত 100 দিনের শ্রমিক এবং শাসকদলের কর্মীসমর্থকরা । এ দিকে অভিষেকের হুঁশিয়ারির পর এবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের গলাতেও সেই হুঙ্কারের সুর শোনা গেল ।