বারাসত, 27 জুন : পরিবহন মন্ত্রীর নির্দেশ অমান্য করে পুলিশের যোগসাজশে ওভারলোডিং গাড়ি রাস্তায় নামার অভিযোগ । প্রতিবাদে রবিবার বারাসত-ব্যারাকপুর রোডে বিক্ষোভ দেখালেন ট্রাক মালিকদের একাংশ । বিক্ষোভের সময় পাণ্ডবেশ্বর থেকে আসা একটি ওভারলোডিং গাড়ি আটকানো হয় । ট্রাক মালিকদের অভিযোগ, পুলিশ টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি রাস্তার নামার ছাড়পত্র দিয়েছে ৷ ঘটনাস্থলে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় । সেই সঙ্গে ওভারলোডিংয়ের অভিযোগে পাণ্ডবেশ্বর থেকে আসা গাড়ি এবং চালককে আটক করা হয়েছে । গাড়ির ভিতর থেকে বিভিন্ন থানার মাসোহারা দেওয়ার কার্ড-ও মিলেছে বলে জানা গিয়েছে ।
ওভারলোডিং গাড়ির জন্য রাস্তাগুলির অবস্থা খারাপ হচ্ছে বলে বহুবার অভিযোগ উঠেছে । বিভিন্ন সময়ে দেখা গিয়েছে এই সমস্ত ওভারলোডিং গাড়ি থেকে টাকা নিয়ে রাস্তায় নামতে সহযোগিতা করেছে পুলিশের একাংশ । খোদ গাড়ি চালকরাই এমন অভিযোগ বারবার করেছেন । এনিয়ে মুখ্যমন্ত্রীও অসন্তোষ প্রকাশ করেছেন । ক্ষমতায় আসার পর পরিবহন মন্ত্রীর দায়িত্ব বর্তেছে ফিরহাদ হাকিমের উপর ।নতুন দায়িত্ব হাতে পাওয়ার পরই তিনি স্পষ্টত নির্দেশ দেন, এখন থেকে ওভারলোডিং গাড়ি রাস্তায় নামলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে ।
কিন্তু ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশের একাংশের বিরুদ্ধে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি রাস্তার নামার ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে । রবিবার তা আরও স্পষ্ট হয়েছে বালি বোঝাই ওই ওভারলোডিং গাড়ি আটক করা থেকে । আজ বারাসত-ব্যারাকপুর রোডে গাড়িটি আটক করে ট্রাক মালিকদের একাংশ । এরপরই ওভারলোডিং গাড়ির রাস্তায় নামার অভিযোগে শুরু হয় বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে ক্ষোভ উগরে দেন ট্রাক মালিকরা । পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।