বিধাননগর, 11 নভেম্বর:শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikary) ৷ শুক্রবার তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ এদিন সকাল 11টা 30 মিনিট নাগাদ ইডি-এর স্থানীয় কার্যালয়ে পৌঁছে যান পরেশ ৷ সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari) ৷ সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা ৷ সেই কারণেই এদিন বাবা-মেয়ে দু'জনেই পৌঁছে যান বিধাননগরের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ৷ সঙ্গে ছিলেন তাঁদের আইনজীবী ৷
এদিন পরেশের গাড়ি সিজিও কমপ্লেক্সে পৌঁছতেই তাঁদের ঘিরে ধরেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা ৷ উড়ে আসেন একের পর এক প্রশ্ন ৷ পরেশের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তাঁকে ইডি ফের তলব করেছে কিনা ? কিন্তু, পরেশ মুখে কুলুপ এঁটে রাখেন ৷ এমনকী, তাঁর মেয়ে অঙ্কিতাও সাংবাদিকদের এড়িয়ে হন হন করে লিফটের দিকে হেঁটে যান ৷ সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি পরেশের আইনজীবীও ৷ অঙ্কিতাকে দেখা যায়, লিফটে উঠে সাংবাদিকদের দিকে পিছন ঘুরে দাঁড়াতে ৷