গাইঘাটা, 3 ফেব্রুয়ারি: স্কুলের বিভিন্ন সামগ্রী অনৈতিকভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে । প্রধান শিক্ষিকা ঠিকমতো স্কুলে আসেন না ৷ এমনই একাধিক অভিযোগ তুলে স্কুলের গেটে তালা দিয়ে শুক্রবার বিক্ষোভ দেখালেন অভিভাবকরা(Agitation in School)। এদিন সকালে শিক্ষক-শিক্ষিকারা স্কুলে প্রবেশ করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের আংরাইল এলাকার মানবতা বিদ্যাপীঠে (প্রাথমিক বিদ্যালয়)। প্রধান শিক্ষিকাকে ঘিরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷
অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলের নানা সামগ্রী বিক্রি করে চলেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । বিক্রি করে দেওয়া হচ্ছে স্কুলের বই-খাতা ও রড-পাথর । এছাড়াও নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন শিক্ষক-শিক্ষিকারা । প্রধান শিক্ষিকা-সহ আরও দুই শিক্ষক এবং শিক্ষিকার বদলির আবেদন জানান তাঁরা । স্কুলের সামগ্রী বিক্রির ঘটনার কথা স্বীকার করে প্রধান শিক্ষিকা প্রতিমা সরকার জানান, হ্যাঁ বিক্রি করা হয়েছে । তবে এই বিষয়ে তিনি কিছু জানেন না । স্কুলের সহ-শিক্ষক সুকুমার সরকার বিক্রি করেছেন । তবে স্কুল গেটে কারা তালা ঝুলিয়েছে তা তিনি জানেন না ।