পানিহাটি, 12 মার্চ :ঝালদার পরপানিহাটি ৷ দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন আরও এক নবনির্বাচিত কাউন্সিলর ৷ পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে রবিবার সন্ধেয় খুব কাছ থেকে গুলি করে পালায় একদল দুষ্কৃতী ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর (Panihati TMC councillor shot dead at Agarpara) ৷
সূত্রের খবর, রবিবার সন্ধ্য়ায় আগরপাড়া বিটি রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে বাইকে করে এসে জনাকয়েক দুষ্কৃতী অনুপম দত্তকে লক্ষ্য করে দু'টি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি মাথায় এবং অপর গুলিটি লাগে তৃণমূল কাউন্সিলরের কাঁধে ৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ এরপর বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই তৃণমূল কাউন্সিলরের।