শাসন, 22 জানুয়ারি : উদ্ধার কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রজাতির প্যাঙ্গোলিন ৷ গ্রেপ্তার এক পাচারকারী, নাম মহম্মদ শরিফুল ৷ উত্তর 24 পরগনার শাসনের তেঁতুলতলা বাজার এলাকায় বনদপ্তরের তরফে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটিকে ৷
উদ্ধার কোটি টাকা মূল্যের প্যাঙ্গোলিন, গ্রেপ্তার পাচারকারী - Pangolin
উত্তর 24 পরগনার শাসনের তেঁতুলতলা বাজার এলাকায় বনদপ্তরের তরফে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটিকে ৷ বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস জানান, প্যাঙ্গোলিনটির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা ৷
বনদপ্তর সূত্রে খবর, রাত ন'টা নাগাদ শরিফুল বাজারে একটি বস্তা নিয়ে দাঁড়িয়েছিল । সেখানে আসার কথা ছিল ক্রেতার । গোপন সূত্রে বনদপ্তরের কাছে খবর ছিল ৷ সেই অনুযায়ী আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিলেন বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস ৷ বস্তাটি নড়ে উঠতেই সুকুমারবাবু শরিফুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । পরে বস্তার মুখ খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে প্যাঙ্গোলিনটি ৷ ঘটনাস্থানেই আটক করা হয় শরিফুলকে ৷
সুকুমারবাবু জানান, প্যাঙ্গোলিনটির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা । 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শরিফুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ তাকে বারাসত আদালতে তোলা হবে । প্যাঙ্গোলিন পাচারে শরিফুলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তদন্ত করছে পুলিশ ৷