মধ্যমগ্রাম, 18 অক্টোবর: জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে মহিলার গলার নলি কেটে খুন পনির বিক্রেতার। মৃতের নাম পারমিতা চক্রবর্তী (42) । বুধবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এলাকার ঘটনা । মাকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত ছেলে আদিত্য চক্রবর্তী। গুরুতর আহত অবস্থায় বারাসতের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ওই যুবক। অভিযুক্ত পনির বিক্রেতার নাম সনৎ বোস ৷
খুনের পরই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত পনির বিক্রেতা । যদিও বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ে যায় সে। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় উদ্ধার করে সেই পনির বিক্রেতাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কী কারণে এই খুন? প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিনতাইয়ে বাধা পেয়েই ছুরি দিয়ে মহিলার গলায় নলি কেটে খুন করেছে অভিযুক্ত পনির বিক্রেতা । খুনে ব্যবহৃত অস্ত্রটি-ও পাশের বাগান থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
জানা গিয়েছে, মধ্যমগ্রাম পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুরের দীর্ঘদিনের বাসিন্দা পারমিতা চক্রবর্তী ৷ স্বামী দেবাশিস চক্রবর্তী বিএসএনএলে কর্মরত। দম্পতির এক ছেলে ও এক মেয়ে । ঘটনার সময় বাড়িতে ছিলেন মা ও ছেলে । মহিলার স্বামী ছিলেন কর্মস্থলে। মেয়ে কলেজে গিয়েছিলেন। সেই সুযোগেই এদিন দুপুরে ওই পনির বিক্রেতা মহিলার বাড়িতে ঢোকেন ৷ অসুস্থতার নাম করে প্রথমে জল চান ওই মহিলার কাছে । পনির বিক্রেতাকে জল দিয়ে দোতলায় উঠে যান আদিত্য।