বসিরহাট, 13 এপ্রিল : লকডাউনে বন্ধ কাজ । অভাব-অনটনে দিন কাটাচ্ছেন দুস্থরা । সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা করা হলেও তা যথেষ্ট নয় । তাই তাঁদের সমস্যার সমাধানে দুয়ারে দুয়ারে ঘুরে ত্রাণ জোগাড় করছেন পঞ্চায়েত প্রধান ।
বসিরহাট 2 নম্বর ব্লকের খোলাপোঁতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায় । এখন তাঁকে এলাকায় দুয়ারে দুয়ারে ঘুরে ত্রাণ জোগাড় করতে দেখা যায় । উদ্দেশ্য একটাই । এই লকডাউনে যাঁরা অনাহারে ভুগছেন তাঁদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া । আর এই কাছে অপরেশের পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা ।
অপারেশ ও পঞ্চায়েতের সদস্যরা ইতিমধ্যে প্রায় 120 কুইন্টাল চাল, 100 কুইন্টাল ডাল, 100 লিটার সরষের তেল, 100 বস্তা আলু ও সয়াবিন-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগাড় করে ফেলেছেন । এলাকার দুস্থ মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলেও তাঁরা সাহায্য করবেন বলে জানিয়েছেন ।
পঞ্চায়েত প্রধান বলেন, "আমরা কারও কাছে টাকা চাইছি না । চাল, ডাল চাইছি । আমাদের পঞ্চায়েত এলাকার বহু গরিব মানুষ আছেন । তাঁদের মুখে অন্ন তুলে দিতে চাই । যাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করতে চান তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ।"