গাইঘাটা , 18 মে : কন্যাশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল এক যুবক ও তার দাদার বিরুদ্ধে (Panchayat member House vandalized)। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার দীঘা সুকান্ত পল্লী এলাকায় । এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করে গাইঘাটা থানার পুলিশ । ধৃতদের নাম গৌরাঙ্গ দাস ও চৈতন্য দাস ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা শ্যামলী বালা পাইকের কাছে মঙ্গলবার স্থানীয় গৌরাঙ্গ দাস ও তার স্ত্রী সুমনা রায় কন্যাশ্রীর ফর্ম জমা দেওয়ার জন্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে আসেন । সেখানে সুমনাকে 'অবিবাহিত' বলে উল্লেখ করতে বলেন তাঁরা । কিন্তু শ্যামলী দেবী তাঁদের কথা না শুনে সার্টিফিকেটে বিবাহিত উল্লেখ করেন । অভিযোগ, পঞ্চায়েত সদস্যার সেই সার্টিফিকেটে বিবাহিতর আগে 'অ' লিখে পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট নিয়ে স্কুলে জমা দেয় সুমনা । পরবর্তীতে স্কুল থেকে পঞ্চায়েত সদস্যার কাছে ফোন এলে পঞ্চায়েত সদস্যা স্কুলকে জানান, তিনি 'বিবাহিত' লিখে পাঠিয়েছিলেন, 'অবিবাহিত' লেখেননি ।