গাইঘাটা, 24 মে: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । টিকা এবং অক্সিজেনের অভাব দেখা দিয়েছে । অক্সিজেনের ঘাটতি মেটাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে । সরকারের পাশাপাশি অক্সিজেনের ঘাটতি মেটাতে এ বার উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন । গাইঘাটা কোভিড কেয়ারের উদ্যোগে চালু হল 5 শয্যার অক্সিজেন পার্লার ।
উত্তর 24 পরগনার ঠাকুরনগর মিলন সংঘের ক্লাব ঘরে সোমবার এই অক্সিজেন পার্লারের সূচনা হয় । কোভিড কেয়ার থেকে মিলবে ডাক্তারি পরিষেবাও । চলতি মাসের 18 তারিখ থেকে গাইঘাটা কোভিড কেয়ারের পথ চলা শুরু হয় । প্রথম দিন থেকে তারা গাইঘাটার বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ, অ্যাম্বুলেন্স পরিষেবা ও বাড়ি জীবাণুমুক্ত করার মতো কাজ করত । প্রয়োজনে কোভিড আক্রান্ত রোগীর পরিবারের খাবার পৌঁছে দিত । কোভিড রোগীদের পাশে দাঁড়াতে গিয়ে তারা অনুভব করে কোভিড আক্রান্তদের অক্সিজেনের অভাব । বিভিন্ন সময়ে অক্সিজেন পেতে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনেদের । ফলে রোগীর অবস্থা অবনতি ঘটছে ।
সেই সমস্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে অক্সিজেন পার্লার তৈরি করে গাইঘাটা কোভিড কেয়ার ইউনিট । আজ প্রাথমিকভাবে 5 শযার অক্সিজেন পার্লার চালু করে তারা । এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ সুজন গাইন, গাইঘাটা থানার আধিকারিক বলাই ঘোষ-সহ সংগঠনের সদস্যরা ।