পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Petrapole Gold Recover: অন্তর্বাস ও মোবাইলে লুকিয়ে সোনা পাচার, পেট্রাপোল সীমান্তে ধৃত 5 - শুল্ক দফতর

পেট্রাপোল চেকপোস্টে 1 কিলো 394 গ্রাম সোনা-সহ 5 জনকে আটক করলেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷ গত 3 দিনে এই পাঁচজনকে আটক করা হয়েছে ৷ এদের মধ্যে একজন অন্তর্বাসে ক্যাপসুলের খোলে লুকিয়ে সোনা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল ৷

Over One Kilogram Gold Recover by Customs Department in Petrapole Check Post
অন্তর্বাস ও মোবাইলের ভিতরে সোনা পাচার, পেট্রাপোল সীমান্তে গ্রেফতার 5

By

Published : Oct 30, 2021, 6:12 PM IST

বনগাঁ, 30 অক্টোবর : অন্তর্বাস এবং মোবাইলের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ৷ পেট্রাপোল সীমান্ত চেকপোস্টে শুল্ক দফতরের তল্লাশির জেরে পাচারের আগেই উদ্ধার হল সোনা ৷ পরপর 3 দিনে 1 কিলো 394 গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর ৷ এই ঘটনায় মোট 5 জনকে আটক করা হয়েছে ৷ বাজেয়াপ্ত হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক 69 লাখ টাকা ৷

শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে, সোনার বিস্কুট পাচারের ক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার সম্ভাব বেশি ৷ তাই ক্যাপসুলের খোলের মধ্যে সোনা লুকিয়ে পাচারের কৌশল বেছে নেয় পাচারকারীরা ৷ এমনকি মোবাইলের ব্যাক কভারের পিছনে পাতলা সোনার পাত পাচার করা হচ্ছে ৷ পাশাপাশি শুল্ক দফতরের আধিকারিকদের চোখে ফাঁকি দিতে, সোনার গয়নার উপরে রুপোলি এবং তামার রঙের প্রলেপ দেওয়া হচ্ছে ৷ যাতে চোখের সামনে দিয়ে সোনা পাচার করা যায় ৷

আরও পড়ুন : Firecracker Seized: জঙ্গিপুরে একরাতে বাজেয়াপ্ত কোটি টাকার বাজি

পেট্রাপোল শুল্ক দফতরের অ্যাসিসটেন্ট কমিশনার গিরিধর সারাঙ্গি জানিয়েছেন, গত 23 অক্টোবর মহারাষ্ট্রের এক বাসিন্দা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় তাঁর আচরণে সন্দেহ হয় শুল্ক দফতরের আধিকারিকদের ৷ এর পরেই ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয় ৷ তল্লাশিতে অন্তর্বাসের ভিতর থেকে 369 গ্রাম সোনা উদ্ধার হয় ৷ তাও সেই সোনা ক্যাপসুলের খোলের ভিতর লুকিয়ে রাখা ছিল বলে জানান ওই আধিকারিক ৷

আরও পড়ুন : Firecrackers Seized: জোড়াসাঁকো এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বাজি

অন্যদিকে, গতকাল তিন ব্যক্তির কাছ থেকে আরও 675 গ্রাম সোনা উদ্ধার হয়েছে ৷ তার আবার হাতের মধ্যে সোনার বালা পরে, সেগুলিতে রঙ করা ছিল শুল্ক দফতরের চোখকে ফাঁকি দেওয়ার জন্য ৷ শনিবার আরেক ব্যক্তিকে 350 গ্রাম সোনা-সহ গ্রেফতার করেছে শুল্ক দফতরের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, মোবাইলের ব্যাটারির নিচে সোনার পাত লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি ৷ পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনি ভারতে ঢুকছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details