বারাসত, 6 নভেম্বর: রেশন দুর্নীতিকাণ্ডে ইডি'র হাতে গ্রেফতার হওয়ার আগে দলের প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, ওই মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতেও পিছপা হননি হাবরার তৃণমূল বিধায়ক। যা দেখে বিরোধীরা বলতে শুরু করেছেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাপট উত্তর 24 পরগনা জেলায় কতটা, তা বোঝা যায় এর থেকেই ! কটাক্ষের সুরে বিরোধী শিবির এও বলছে, ভাগ্যের কী পরিহাস ! বিরোধীদের শায়েস্তা করতে যিনি একসময় জেলে ঢোকানোর দাওয়াই দিয়েছিলেন, তিনিই এখন রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র হেফাজতে ৷
সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হাবরার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সেই হুমকি-ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে তিনি দলের প্রকাশ্য সভা মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলছেন, "আমাকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দেখিয়ে লাভ নেই। এতে আমি কোনও ভয় পাই না। ইডির চিঠি থুতু দিয়ে ফেলে দেব! থুতু দিয়ে ফেলে দেবো সিবিআই-ইনকাম ট্যাক্সের চিঠিও। কেউ কেউ মনে করছে ধমকালে, চমকালে সরে যাব। হাবরায় কোনও ধমকানো, চমকানো চলবে না। দু-একটা চিড়িং, বিড়িং করছে। মাইক্রোফোনের আওয়াজ শুনে নিন! তাঁদের স্থান হবে জেলে। ওই চিড়িং, বিড়িংদের ভিতরে ঢোকানোর দায়িত্ব নিল জ্যোতিপ্রিয় মল্লিক আজ থেকে ৷" এরপরই গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তৎকালীন খাদ্যমন্ত্রী ও জেলা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিজেপি ভাবছে দু-চারজনকে হাওয়া দিয়ে দেব! হাওয়া দেবেন না। জ্যোতিপ্রিয় মল্লিক খুব কঠিন। আমি হলাম ইস্পাত। আমাকে যত পেটাবেন, আমি তত খাড়া হয়ে থাকব। বেকব না। লড়াই হবে। কেউ বলছে খেলা হবে। খেলা তো হবেই ! আমি তো মালের খেলা খেলি না। উন্নয়নের খেলা খেলি ৷"