বারাসত, 8 অগাস্ট : অনলাইনে অর্ডার দিয়ে প্রতারণার শিকার বারাসতের এক যুবক ৷ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের বদলে হাতে পেলেন শোলার টুকরো ৷ প্রতারিত ওই যুবকের নাম রাজু মুখোপাধ্যায় ৷ তিনি উত্তর 24 পরগনার বারাসতের বাসিন্দা ৷ ওই যুবকের অভিযোগ , ঘটনার পর ওই অনলাইন সংস্থার ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালেও কোনও সুরাহা হয়নি ৷ উলটে জুটেছে অশ্লীল কথাবার্তা ও হুমকি । শেষে সুরাহার আশায় রাজু পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ অভিযোগ দায়ের করেছেন বারাসত থানায় ৷ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বারাসত থানার পুলিশ ৷
বারাসতে অনলাইন অর্ডারে প্রতারণা, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের বদলে পেলেন শোলা - online froude on barasat
অনলাইনে অর্ডার দিয়ে প্রতারণার শিকার বারাসতের এক যুবক ৷ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের বদলে হাতে পেলেন শোলার টুকরো ৷ ঘটনার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বারাসত থানার পুলিশ ৷
বারাসতের ত্রিকোণ পার্ক এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেবা কেন্দ্র রয়েছে ওই যুবকের ৷ 5 দিন আগে ব্যাংকের কাজের সুবিধার্থে সে নামী এক অনলাইন সংস্থায় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের অর্ডার দেন ৷ সেটি পৌঁছে দেওয়ার জন্য গতকাল দুপুরে ওই সংস্থার এক ডেলিভারি বয় আসেন তাঁর অফিসে ৷ অভিযোগ, অর্ডারের প্যাকেটটি দ্রুত গ্রাহকের হাতে দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে যায় সে ৷ এর কিছুক্ষণ পর প্যাকেট খুলতেই তাজ্জব হয়ে যান গ্রাহক ৷ দেখেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের বদলে প্যাকেটে রয়েছে দু'খানা শোলার টুকরো ৷ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ওই ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করেন ৷ সে একটি টোল ফ্রি নম্বর দেয় তাঁকে ৷ কিন্তু সেই নম্বরে বারবার ফোন করা হলেও কেউ উত্তর দেয়নি ৷ এরপর আবার ওই ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হন তিনি ৷ তখন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার ও হুমকি দেওয়া হয় ৷
অবশেষে গতকাল রাতে নামী ওই অনলাইন সংস্থার বিরুদ্ধে বারাসত থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক ৷ এবিষয়ে রাজু মুখোপাধ্যায় বলেন, " ব্যাংকের CPS-এর কাজের জন্য 4-5 দিন আগে একটি অনলাইন সংস্থায় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অর্ডার দিয়েছিলাম ৷ কিন্তু ডেলিভারি বয় সেই অর্ডার পৌঁছে দেওয়ার পর খুলে দেখি তাতে দু'টুকরো শোলা রয়েছে ৷ রাজদীপ নামে পরিচয় দেওয়া ওই ডেলিভারি বয়ের সঙ্গে যোগাযোগ করলে সে একটি টোল ফ্রি নম্বর দেয় ৷ তাতে বারবার ফোন করা হলেও কেউ ফোন ধরেনি ৷ ফের ওই ডেলিভারি বয়কে ফোন করলে সে বলে আমি কিছু করতে পারব না ৷ আমি কিছু জানি না ৷ আপনার যা করার করে নিন ৷ একসময় অশ্লীল ভাষা প্রয়োগ করে হুমকি দেয় সে ৷ সেবা কেন্দ্রে আসা কয়েকজন গ্রাহকও দেখেছেন ডেলিভারী প্যাকেটে শোলা থাকার বিষয়টি ৷ "পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে চলছে ৷