পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের নির্দেশ, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ

প্রশাসনিক মহলে কথা বলে জানা গেছে, দেশে পেঁয়াজ চাষিরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না । কিন্তু বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া । সেই সমস্যা থেকে চাষিদের রক্ষা করতে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ।

onion export postponed
onion export postponed

By

Published : Sep 15, 2020, 10:38 PM IST

ঘোজাডাঙা, 15 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের নির্দেশে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেল । আজ উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজের গাড়ি যায়নি । ফলে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো পেঁয়াজ বোঝাই ট্রাক ।

ঘোজাডাঙা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গতকাল একটি নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙা সীমান্ত দিয়ে আপাতত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে না । সেই নির্দেশ জারির পরে আজ সকাল থেকে ঘোজাডাঙা সীমান্তে আটকে রয়েছে প্রায় 165টি পেঁয়াজ বোঝাই ট্রাক । কর্ণাটকের বেঙ্গালুরু ও মহারাষ্ট্রের নাসিক-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ লোডিং করে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর কথা ছিল । কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর সমস্যায় পড়েছেন পেঁয়াজ রপ্তানিকারকরা । ইতিমধ্যে সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেঁয়াজে পচন শুরু হয়েছে ।

ঘোজাডাঙা সীমান্ত বাণিজ্য ওয়েলফেয়ার সংস্থার সম্পাদক জয়দেব সরকার বলেন, "গতকাল রাতে আমাদের কাছে একটা নির্দেশ এসেছে, পেঁয়াজ আপাতত বাংলাদেশে রপ্তানি করা যাবে না । ফলে আমরা সমস্যায় পড়লাম । আমাদের এখানে 165টি গাড়ির পেঁয়াজ আটকে রয়েছে । এগুলো উচ্চ পচনশীল । আমাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি । আমরা সরকারের কাছে আবেদন করব, অবিলম্বে সরকার এই নির্দেশ প্রত্যাহার করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে সম্মতি দেওয়া হোক ।"

প্রশাসনিক মহলে কথা বলে জানা গেছে, দেশে পেঁয়াজ চাষিরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না । কিন্তু বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া । সেই সমস্যা থেকে চাষিদের রক্ষা করতে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ।

ABOUT THE AUTHOR

...view details