ঘোজাডাঙা, 15 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের নির্দেশে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেল । আজ উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজের গাড়ি যায়নি । ফলে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো পেঁয়াজ বোঝাই ট্রাক ।
ঘোজাডাঙা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গতকাল একটি নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙা সীমান্ত দিয়ে আপাতত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে না । সেই নির্দেশ জারির পরে আজ সকাল থেকে ঘোজাডাঙা সীমান্তে আটকে রয়েছে প্রায় 165টি পেঁয়াজ বোঝাই ট্রাক । কর্ণাটকের বেঙ্গালুরু ও মহারাষ্ট্রের নাসিক-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ লোডিং করে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর কথা ছিল । কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর সমস্যায় পড়েছেন পেঁয়াজ রপ্তানিকারকরা । ইতিমধ্যে সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেঁয়াজে পচন শুরু হয়েছে ।