পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাদুড়িয়ার কিশোরীকে অপহরণ, ধৃত রায়গঞ্জের যুবক - girl kidnapping news

কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা করা হল যুবককে ৷ ধৃতের নাম আরিফ আলি ৷ সে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা ৷

অভিযুক্ত

By

Published : Nov 1, 2019, 10:35 AM IST

বাদুড়িয়া , 1 নভেম্বর : কিশোরীকে অপহরণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতের নাম আরিফ আলি (24) ৷ তার বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷

পুলিশ সূত্রে জানা গেছে , অপহৃত কিশোরীর বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার আরশুলা গ্রামে ৷ সোশাল মিডিয়ায় ওই কিশোরীর সঙ্গে আরিফ আলির আলাপ হয় । তারপর চলতে থাকে পরস্পরের কথাবার্তা । গত 19 তারিখ থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী । পর দিন পরিবারের লোকেরা থানায় নিখোঁজ ডায়েরিও করেন ।

দেখুন ভিডিয়ো

তদন্তে নেমে পুলিশ বসিরহাট এলাকা থেকে উদ্ধার করে কিশোরীকে ৷ তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আরিফকে গ্রেপ্তার করে । যুবকের বিরুদ্ধে অভিযোগ সে ওই কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল । গতকাল আরিফকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details