পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক - হাবড়া

Uttar 24 pargana
Uttar 24 pargana

By

Published : Oct 17, 2020, 8:03 PM IST

হাবড়া, 17 অক্টোবর : কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক । উত্তর 24 পরগনার হাবড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে । ধৃতের নাম মেহেবুব হোসেন । বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে । এদিন ধৃতকে আদলতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

সূত্রের খবর, হাবড়ার বিড়া নারায়ণপুর এলাকার ওই কিশোরীর সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে মেহেবুবের পরিচয় হয় । এরপরেই দুজনের বেশ ভালো কথা হতে থাকে । এমনকি নিয়মিত ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ করে মেহবুব । অভিযোগ, একদিন ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যায় সে । পরিবারের লোকেরা ওই কিশোরীকে খোঁজাখুঁজি শুরু করে । কিন্তু, তার কোনও খোঁজ না মেলায় থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা । কিশোরীর পরিবারের লোকেরা মেহবুবের নামে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন । এরপরেই পুলিশ ওই কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে । গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুরে অভিযান চালায় পুলিশ । এরপরেই সেখান থেকে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ । কিন্তু, মেহেবুবকে সেখানে পাওয়া যায়নি ।

শুক্রবার রাতে মেহেবুব ওই কিশোরীর বাড়িতে আসে । তখনই পরিবারের লোকেরা পুলিশে খবর দেন । এরপরেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে । শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দেন।

ABOUT THE AUTHOR

...view details