পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে দুষ্কৃতীদের গুলিতে জখম পুলিশকর্মীর মৃত্যু

দুষ্কৃতীদের গুলিতে জখম হন অরিন্দম হালদার সহ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি, সিভিক ভলান্টিয়ার বাবুসোনা সিং ও এক স্থানীয় বাসিন্দা ৷ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি কলকাতার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আজ সন্ধ্যা 6টা 10 মিনিটে  তাঁর মৃত্যু হয় ।

মৃত পুলিশকর্মী

By

Published : Nov 2, 2019, 8:03 PM IST

Updated : Nov 3, 2019, 6:47 AM IST

কলকাতা, 2 নভেম্বর : সন্দেশখালিতে দুষ্কৃতীদের গুলিতে জখম এক পুলিশকর্মীর মৃত্যু হল ৷ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আজ সন্ধ্যা 6টা 10 মিনিটে তাঁর মৃত্যু হয় । ঘটনায় জখম আরও তিন পুলিশকর্মীর চিকিৎসা চলছে এই হাসপাতালে ৷

উত্তর 24 পরগনার সন্দেশখালির খুলনা গ্রামে গতকাল কালীপুজোর অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে সেখানে সন্দেশখালি থানার SI অরিন্দম হালদারের নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী অভিযান চালায় ৷ তাদের দেখতে পেয়ে দুষ্কৃতীরা দূর থেকে গুলি চালাতে শুরু করে । গুলিতে জখম হন অরিন্দম হালদারসহ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি, সিভিক ভলান্টিয়ার বাবুসোনা সিং ও এক স্থানীয় বাসিন্দা ৷ অরিন্দম হালদার খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ সূত্রে খবর, কেদার সর্দার ও বিধান সর্দার নামে দুই দুষ্কৃতী পুলিশের উপর গুলি চালিয়েছে ।

শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে এই চারজনকে নিয়ে আসা হয় উল্টোডাঙ্গার কাছে একটি বেসরকারি হাসপাতালে । হাসপাতাল সূত্রে খবর, বিশ্বজিৎ মাইতির বুকে গুলি লাগে । চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । এই হাসপাতালেই চিকিৎসাধীন আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক ।

Last Updated : Nov 3, 2019, 6:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details