ব্যারাকপুর, 29 অক্টোবর:দুই তৃণমূল কাউন্সিলরের গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর । সংঘর্ষে মাথা ফেটেছে আরও একজনের । ঘটনার জেরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার টিটাগড় পৌরসভার পুরানি বাজার এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃত ওই তৃণমূল কর্মীর নাম আকাশ প্রসাদ । বয়স 27 । যাঁর মাথা ফেটে গিয়েছে সেই আক্রান্তের নাম রৌনক পাণ্ডে । মৃত এবং আহত, দু'জনেই স্থানীয় পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে জানা গিয়েছে । ঘটনায় 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে ।
এদিন সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয় । যদিও ঘটনার পরই মৃত আকাশের দেহ সোজা খড়দা থানায় নিয়ে যায় তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামীরা । সুবিচার চেয়ে বেশকিছুক্ষণ থানার সামনেই রেখে দেওয়া হয় ওই তৃণমূল কর্মীর দেহ । পরে পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ থানা থেকে তুলে সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ । তবে, এদিন সন্ধ্যা পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি ।
জানা গিয়েছে, টিটাগড় পৌরসভার 15 ও 22 নম্বর এই দু’টি ওয়ার্ড পরস্পরের লাগোয়া । পাশাপাশি হওয়ায় দুই তৃণমূল কাউন্সিলরের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এলাকার কর্তৃত্ব নিয়ে । এ নিয়ে মাঝেমধ্যেই বিবাদে জড়িয়েছেন শাসকদলের দুই কাউন্সিলর সোনু সাউ এবং বিকাশ সিংয়ের অনুগামীরা । কখনও কখনও তা সংঘর্ষের আকারও নিয়েছে বলে খবর । তারই মধ্যে এদিন ফের এলাকার রাশ হাতে থাকা নিয়ে সংঘর্ষ বাঁধে বিবাদমান দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে । সংঘর্ষের খবর পেয়ে পুরানি বাজার এলাকায় ছুটে যান কাউন্সিলর সোনু সাউ এবং বিকাশ সিং । খবর পেয়ে যায় খড়দা থানার পুলিশও । তাদের উপস্থিতিতেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই কাউন্সিলর । পুলিশ তা থামাতে যখন ব্যস্ত, অভিযোগ, তখনই সোনু সাউয়ের অনুগত কয়েকজন তৃণমূল কর্মী বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ আকাশ প্রসাদকে মারধর করে । ঘুষি মারা হয় তাঁর বুকেও । ঘুষির আঘাতে লুটিয়ে পড়ে সে ।