বনগাঁ, 22 মে: এলাকায় একের পর এক চুরির ঘটনা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল গোপালনগর থানার । চুরি ঠেকাতে এবং চোর ধরতে এলাকায় কড়া পাহারা বসিয়েছিল পুলিশ । তারপরও পুলিশের চোখে ধুলো দিয়ে রবিবার রাতে তিনটে বাড়িতে চুরি করতে ঢোকে চোর । কিন্তু শেষরক্ষা হল না ৷ চুরি করে পালানোর সময় তাকে তাড়া করে ধরে ফেলে গোপালনগর থানার পুলিশ। চোরের থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোরাই সামগ্রিক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজু দাস (মহেন্দ্র দা) ৷ তিনি রাণাঘাটের কুপার্স ক্যাম্প আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা । গতকাল রাতে আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ যখন পাহারারত অবস্থায় ছিল ৷ ঠিক সেই সময় আকাইপুর স্টেশন সংলগ্ন ওই এলাকায় একটি বাড়িতে চুরি করে পালানোর চেষ্টা করেন রাজু । সেই সময় পুলিশ চোর রাজু দাসকে তাড়া করে হাতেনাতে পাকড়াও করে । ধৃতের কাছ থেকে আনুমানিক 2 লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না-সহ নগদ 13 হাজার 500 টাকা এবং অন্যান্য কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, ধৃত পুলিশি জেরায় স্বীকার করেছেন যে তিনি রবিবার তিনটি বাড়িতে চুরি করেন ।