দেগঙ্গা, 10 অগাস্ট : অজানা জ্বরে বারাসত হাসপাতালে মৃত্যু হল দেগঙ্গার এক যুবকের । পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ নেই ।
মৃতের নাম মিঠুন দাস । বয়স 28 । বাড়ি দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুরিয়া দাসপাড়ায় । গত চারদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন । সেইসঙ্গে ছিল মাথা যন্ত্রণা । নিয়ে যাওয়া হয় স্থানীয় এক চিকিৎসকের কাছে । জ্বরের ওষুধ খাচ্ছিলেন । কিন্তু, শারীরিক অবস্থার উন্নতি হয়নি । গতকাল সকালে তাঁকে বারাসত হাসপাতালে ভরতি করা হয় । দুপুরেই মৃত্যু হয় তাঁর ।