আমডাঙা, 21 জুলাই:শহিদ দিবসের সমাবেশের গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারল একটি বেপরোয়া 407গাড়ি (one person death in a road accident in amdanga at north 24 pargana)। ঘটনায় শেখ কারিমুল্লা (26) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার আমডাঙার 34 নম্বর জাতীয় সড়ক চত্বরে দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃত শেখ কারিমুল্লা আমডাঙার রাহানা এলাকার বাসিন্দা ৷
পুলিশ সূত্রে খবর, একুশে জুলাইয়ের সমাবেশের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই 34 নম্বর জাতীয় সড়কে গাড়ির চলাচল অন্যান্য দিনের থেকে বেশি ছিল । তারই মধ্যে আমডাঙার রাহানা মোড়ের 34 নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে আসা একটি 407 গাড়ি 21 জুলাইয়ের সমাবেশের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে য়ায় ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সাইকেল আরোহীকে উদ্ধার করে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।