পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাবরায় বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার দেহ, সন্দেহ ডাকাতি করে খুন - habra

বৃদ্ধার গলায় একটি 3 ভরির সোনার হার ছিল ৷ মৃতদেহ উদ্ধার হওয়ার পর সেই হারটি পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে খবর , ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁর মাথায় ৷ এতেই তাঁর মৃত্যু হয় ৷

death

By

Published : Oct 26, 2019, 8:17 PM IST

Updated : Oct 26, 2019, 9:05 PM IST

হাবরা , 26 অক্টোবর : হাবরায় নিজের বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ ৷ মৃতের নাম পুষ্পারানি ঘোষ (66) ৷ পুলিশের প্রাথমিক অনুমান , গতরাতে ডাকাতিতে বাধা দেওয়ায় তাঁকে খুন করেছে দুষ্কৃতীরা ৷

বৃদ্ধার গলায় একটি 3 ভরির সোনার হার ছিল ৷ মৃতদেহ উদ্ধার হওয়ার পর সেই হারটি পাওয়া যায়নি ৷ পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁর মাথায় ৷ এতেই তাঁর মৃত্যু হয় ৷

স্থানীয় সূত্রে খবর, হাবরার বিড়া আম্বেদকরনগরে থাকতেন পুষ্পরানি । তাঁর দুই মেয়ে বিবাহিত । তাঁর একমাত্র ছেলে রণজিৎ বিড়া রেলস্টেশনের কাছে থাকেন । প্রতিদিন মায়ের সঙ্গে দেখা করতে আসতেন রণজিৎ । প্রতিদিনের মতো গতরাতেও মায়ের কাছে আসেন তিনি । দরজা বাইরে থেকে বন্ধ ছিল । পুষ্পারানিকে ডাকাডাকি শুরু করেন তাঁর ছেলে ৷ তাঁকে ফোনও করেন । ঘরের ভেতর থেকে রিং হওয়ার শব্দও পান তিনি ৷ কিন্তু বৃদ্ধা কোনও সাড়া দেননি । তখন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন রণজিৎ ৷ তিনি দেখেন মায়ের রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে । মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাতের ক্ষত ছিল । রণজিতের চিৎকারে প্রতিবেশীরা আসেন ।

রণজিৎ বলেন, "সম্প্রতি আমাদের এক আত্মীয় দুবাই থেকে 3 ভরির একটা সোনার হার মাকে দিয়েছিলেন । সেই হারটি নেই । " খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হাবরা থানার পুলিশ ৷ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।

পুলিশের অনুমান, সম্ভবত ওই বৃদ্ধা রান্নার জন্য ঘরে বসে সবজি কাটছিলেন । সেই সময় দুষ্কৃতীরা ভারী কিছু দিয়ে তাঁর মাথার পিছনে সজোরে আঘাত করে । সেই আঘাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয় । শনিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

Last Updated : Oct 26, 2019, 9:05 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details