হাবরা , 26 অক্টোবর : হাবরায় নিজের বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ ৷ মৃতের নাম পুষ্পারানি ঘোষ (66) ৷ পুলিশের প্রাথমিক অনুমান , গতরাতে ডাকাতিতে বাধা দেওয়ায় তাঁকে খুন করেছে দুষ্কৃতীরা ৷
বৃদ্ধার গলায় একটি 3 ভরির সোনার হার ছিল ৷ মৃতদেহ উদ্ধার হওয়ার পর সেই হারটি পাওয়া যায়নি ৷ পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাঁর মাথায় ৷ এতেই তাঁর মৃত্যু হয় ৷
স্থানীয় সূত্রে খবর, হাবরার বিড়া আম্বেদকরনগরে থাকতেন পুষ্পরানি । তাঁর দুই মেয়ে বিবাহিত । তাঁর একমাত্র ছেলে রণজিৎ বিড়া রেলস্টেশনের কাছে থাকেন । প্রতিদিন মায়ের সঙ্গে দেখা করতে আসতেন রণজিৎ । প্রতিদিনের মতো গতরাতেও মায়ের কাছে আসেন তিনি । দরজা বাইরে থেকে বন্ধ ছিল । পুষ্পারানিকে ডাকাডাকি শুরু করেন তাঁর ছেলে ৷ তাঁকে ফোনও করেন । ঘরের ভেতর থেকে রিং হওয়ার শব্দও পান তিনি ৷ কিন্তু বৃদ্ধা কোনও সাড়া দেননি । তখন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন রণজিৎ ৷ তিনি দেখেন মায়ের রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে । মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাতের ক্ষত ছিল । রণজিতের চিৎকারে প্রতিবেশীরা আসেন ।