বারাসত, ২০ ফেব্রুয়ারি : ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে মারধর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছেলেধরা গুজব ছোঁয়াচের মতো ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে যুবককে।
দেগঙ্গায় ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে মারধর - man
ছেলেধরা গুজব ছোঁয়াচের মতো ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। ছেলেধরা সন্দেহে ব্যক্তিকে মারধর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার।
জানা গেছে, আজ দুপুরে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে এক ব্যক্তিকে ইতিউতি ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তারা ওই ব্যক্তিকে ছেলেধরা ভেবে সন্দেহ করে। নিমেষে, সেই গুজব ছড়িয়ে পড়ে গ্রামের বিভিন্ন এলাকায়। একে একে লোক জড়ো হতে শুরু করে চাঁদপুর গ্রামে। এরপর, ওই ব্যক্তিকে আটকে রেখে চড়, থাপ্পড় মারা শুরু হয়। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে, গ্রামবাসী সেরিনা বিবি বলেন, "আজ বাড়ির পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বসে থাকতে দেখি। নাম ও পরিচয় জিজ্ঞাসা করলে হিন্দিতে কথা বলতে শুরু করে সে। আমাদের সন্দেহ হয়, সে বাচ্চা চুরি করবে বলে ওখানে বসেছিল। এরপরই গ্রামবাসীরা তাকে আটকে রেখে মারধর শুরু করে।" পুলিশ জানিয়েছে, নেহাতই গুজবের জেরে এই ঘটনা ঘটেছে। এর পিছনে কারা আছে বা কী ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।