দত্তপুকুর, 9মে : দত্তপুকুরে প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । হাতুড়ি তাঁর মাথায় আঘাত করা হয়েছিল । মৃতের নাম আলি হোসেন (52) । অভিযুক্ত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে বলে জানিয়েছেন স্থানীয়রা । স্থানীয় সূত্রে খবর, বামনগাছি এলাকায় লকডাউনের মধ্যেও মদ ও গাঁজার ঠেকে প্রতিদিন ভিড় করছিল স্থানীয় যুবকরা । মাঝেরপাড়ার বাসিন্দা আলমগির হোসেন এই ঘটনার প্রতিবাদ করেন । বচসা হয় দুইপক্ষের মধ্যেই । গত রবিবার মাঠে কাজ করছিলেন আলমগির হোসেন ও তাঁর বাবা আলি হোসেন । সেই সময় ওই যুবকরা তাঁদের উপর চড়াও হয় । মারধর শুরু করে । হাতুড়ি দিয়ে আলি হোসেনের মাথায় আঘাত করে । জখম অবস্থায় আলি হোসেনকে হাসপাতালে ভরতি করা হয় । চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন । গতকাল কলকাতার SSKM হাসপাতালে আলি হোসেনের মৃত্যু হয় ।
আলি হোসেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাফিজুল ইসলাম ও সিরাজুল ইসলাম নামে দু'জনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ । হাফিজুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগও রয়েছে ।