রহড়া, 23 ফেব্রুয়ারি: দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষে চলল গুলি ৷ ঘটনাটি ঘটেছে রহড়া থানার অন্তর্গত খড়দহ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের টিটাগর জিসি রোড এলাকায় ৷ শেখ ইউসুফ নামে এক যুবকের পায়ে গুলি লাগে (One injured in Shootout at Rahara) বলে খবর । ঘটনার পর থেকে গুলিবিদ্ধ যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চট্টোপাধ্যায় । পাশাপাশি রহড়া থানা ও টিটাগড় থানার পুলিশ বাহিনীও আসে ঘটনাস্থলে । কী কারণে এই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ, তা খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা । তবে টিটাগর ডিসি রোড এলাকায় এ ধরনের ঘটনা নতুন কিছু নয় ৷ মাঝেমধ্যেই এখানে এ ধরনের ঘটনা শুনতে পাওয়া যায় বলে স্থানীয়দের অভিযোগ ৷ এই ধরনের ঘটনার রুখতে ব্যারাকপুর কমিশনারেট এলাকার থানাগুলোকে আলাদা করা হয় এবং এই অঞ্চল রহড়া থানার অন্তর্ভুক্ত হয় । কিন্তু তারপরেও কোনওভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি । প্রায়শই এরকম ঘটনা ঘটে ৷ সংবাদমাধ্যম যদি জানতে পারে তাহলে সামনে আসে ৷ নয়তো ঘটনা ধাওয়াচাপা পড়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ ৷