ভাটপাড়া, 31 অগস্ট: ভাটপাড়ায় ফের শুটআউট ৷ 13 নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় বন্ধুর গুলিতে জখম হল এক যুবক (One injured in Shootout at Bhatpara) । আহত যুবকের নাম মহম্মদ খুরশিদ ৷ বয়স 30 বছর ৷ জানা গিয়েছে, যুবকের পেটে গুলি মেরে চম্পট দেয় তাঁরই বন্ধু মহম্মদ শাহজাদ ।
গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ খুরশিদ । কী কারনে তাঁকে গুলি করা হল তা স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ (Shootout at Bhatpara) ।