পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shootout at Bhatpara: ভাটপাড়ায় ফের শুটআউট, 'বন্ধুর' ছোড়া গুলিতে আহত যুবক - One injured in Shootout at Bhatpara

এক মাস যেতে না যেতেই আবারও ভাটপাড়ায় শুটআউট (Shootout at Bhatpara) ৷ এই ঘটনায় আহত হয়েছেন মহম্মদ খুরশিদ নামে এক যুবক ৷ গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

One injured in Shootout at Bhatpara
One injured in Shootout at Bhatpara

By

Published : Aug 31, 2022, 10:42 AM IST

Updated : Aug 31, 2022, 12:50 PM IST

ভাটপাড়া, 31 অগস্ট: ভাটপাড়ায় ফের শুটআউট ৷ 13 নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় বন্ধুর গুলিতে জখম হল এক যুবক (One injured in Shootout at Bhatpara) । আহত যুবকের নাম মহম্মদ খুরশিদ ৷ বয়স 30 বছর ৷ জানা গিয়েছে, যুবকের পেটে গুলি মেরে চম্পট দেয় তাঁরই বন্ধু মহম্মদ শাহজাদ ।

গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ খুরশিদ । কী কারনে তাঁকে গুলি করা হল তা স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ (Shootout at Bhatpara) ।

আরও পড়ুন:ভাটপাড়ায় শুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত যুবক

প্রসঙ্গত, এর আগে ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মোল্লা এলাকায় সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করা হয় । চা খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে এনে সালামউদ্দিন আনসারিকে খুব কাছ থেকে মাথায় গুলি করেছিল দুষ্কৃতীরা ।

ভাটপাড়ায় ফের শুটআউট
Last Updated : Aug 31, 2022, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details