পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ - উত্তর 24 পরগনা

পেশায় দিনমজুর ছিলেন ইমতিয়াজ় ৷ সোমবার রাতে ভাটপাড়ার বাসিন্দা ইমতিয়াজ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁর বন্ধুরা ৷ বাড়ির কাছেই টিনের গোডাউনে গিয়েছিলেন ইমতিয়াজ় ৷ এরপর রাতে তাঁর বাড়িতে খবর আসে, ইমতিয়াজ়ের বন্ধুরা তাঁকে মারধর করেছে ৷

death

By

Published : Oct 30, 2019, 9:02 PM IST

Updated : Oct 31, 2019, 12:44 AM IST

ভাটপাড়া, 30 অক্টোবর : ভাটপাড়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক যুবককে ৷ যুবকের নাম ইমতিয়াজ় আলি (28) ৷ পুলিশ সূত্রে খবর, ইমতিয়াজ়ের মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছিল ৷

পেশায় দিনমজুর ছিলেন ইমতিয়াজ় ৷ সোমবার রাতে ভাটপাড়ার বাসিন্দা ইমতিয়াজ়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর বন্ধুরা ৷ তাঁর বাড়ির কাছেই টিনের গোডাউনে গিয়েছিলেন ইমতিয়াজ় ৷ এরপর রাতে তাঁর বাড়িতে খবর আসে, ইমতিয়াজ়ের বন্ধুরা তাঁকে মারধর করেছে ৷ ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ৷ ইমতিয়াজ়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর মাথায় আঘাতের ক্ষত ছিল ৷ আশঙ্কাজনক হওয়ায় এরপর তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি ৷ গতরাতে তাঁর মৃত্যু হয় ৷

দেখুন ভিডিয়ো...

ইমতিয়াজ়ের পরিবারের অভিযোগ , তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করেছে বন্ধুরাই ৷ ইমতিয়াজ়ের বাবা মহম্মদ আলি ভাটপাড়া থানায় ইমতিয়াজ়ের চার বন্ধু মহম্মদ ইসমাইল, আকবর আলি, মহম্মদ এহসান, মহম্মদ জুগনুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের খুঁজছে পুলিশ ৷

কী কারণে এই খুন? কোনও ব্যক্তিগত আক্রোশ ছিল কী না তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ ৷

Last Updated : Oct 31, 2019, 12:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details